সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ : ফার্মেসী সিলগালা
ঝিনাইদহে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ : ফার্মেসী সিলগালা
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহে ৩ টি ফার্সেমী থেকে বিপুল পরিমান নকল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, নকল ঔষধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রীজ এলাকার বাধন ফার্মেসী, আরাপপুরের আসাদ ফার্মেসী ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল ও নিষিদ্ধ কোম্পানীর ঔষধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ ২ টি ফার্মেসীকে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসীকে সীলগালা করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় শহর এইচ এস এস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও সরকারি বিক্রয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়। অভিযানে জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহে করোনা প্রতিরাধে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট
ঝিনাইদহ :: করোনার সংক্রমন প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে ঝিনাইদহে ১১ টি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। প্রতিদিন সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত শহরের পায়রা চত্বর, হামদহ, আরাপপুরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে এক জনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশনা প্রদাণ করা হচ্ছে। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
আলোচিত ভেজাল ঔষধ বিক্রেতা এখলাস হাতেনাতে গ্রেফতার
ঝিনাইদহ :: র্যাব-৬’র জালে বিপুল পরিমান ভেজাল ঔষধ সহ ঝিনাইদহের হরিনাকুন্ডু ভবানীপুরের আলোচিত ভেজাল ঔষধ বিক্রেতা এখলাস হাতেনাতে গ্রেফতার হয়েছে! বর্তমানে সারা বিশ্ব ব্যাপী নভেল করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় জ্বর, ঠান্ডা, কাশি, গলাব্যাথার ঔষধের চাহিদা ঔষধের বাজারে ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। এ নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বিপুল পরিমানে ভেজাল ঔষধ বাজারে সরবরাহ ও বিক্রয় করে আসছে। এরই ধারাবাহিকতায় ১২ এপ্রিল সোমবার র্যাব-৬’র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঝিনাইদহ জেলার সদর থানার উজির আলী স্কুল এন্ড কলেজস্থ এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা। বর্তমান বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আতঙ্কে ঠান্ডা, কাশি, জ্বর, মাথাব্যাথা ও গলাব্যথার ঔষধের চাহিদা বৃদ্ধি পাওয়ায়। উক্ত করোনা ভাইরাসকে কেন্দ্র করে একজন অসাধু মুনাফাভোগী ব্যবসায়ী নকল ঔষধ সরবরাহ করিয়া আসিতেছে। ১২ এপ্রিল ২০২০ তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার সদর থানাধীন এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ (উজির আলী স্কুল এন্ড কলেজ এর বিপরতীত পার্শ্বে, ঝিনাইদহ) এর সামনে কুরিয়ার সার্ভিস হতে ঢাকা থেকে আসা ভেজাল ঔষধ গ্রহণ করার সময় ঔষধ সরবরাহকারী মোঃ এখলাছ উদ্দিন (৪০), পিতা- নজির উদ্দিন, সাং-ভবানীপুর (প্রাইমারী স্কুলের পাশে), থানা- হরিণাকুন্ডু, জেলা- ঝিনাইদহ, এ/পি সাং- বেপারীপাড়া, ওয়ার্ড নং-০৪, ঝিনাইদহ পৌরসভা, থানা ও জেলা- ঝিনাইদহকে হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ২২,৫৬০ পিচ ভেজাল নাপা এক্সটা ট্যাবলেট, ০১ টি মোবাইল সেট ও ০২ টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমত আইনের ২৫ ঈ (ফ) ধারার মামলা দায়ের করা হয়।
দেশে চলছে অঘোষিত লক ডাউন অনেক মধ্যেবিত্ত ও নিন্ম মধ্যেবিত্ত পরিবারের দিন কাটছে অর্ধাহারে
ঝিনাইদহ :: বিশ্বের অন্যান্য দেশের মত (কভিড-১৯) করোনা ভাইরাস বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এই করোনা ভাইরাস আক্রান্ত থেকে মানুষকে বাঁচাতে সারা দেশে চলছে অঘোষিত লক ডাউন। যে কারণে সরকারী বেসরকারী অফিস আদালত যোগাযোগ ব্যবস্থাসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। প্রত্যেকের ঘরে রাখতে সরকার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে সরকার অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অভ্যাহত রেখেছেন। তারপরও মানুষ বেরিয়ে আসছে বাইরে সেটা ঠেকাতে চলছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। সরকার সব রকম ব্যবস্থা করলেও মধ্যেবিত্ত ও নিন্ম মধ্যেবিত্ত মানুষের জন্য ব্যবস্থা কি ? এমন প্রশ্ন এখন সচেতন মহলের। ইতি মধেই মধ্যেবিত্ত ও নিন্ম মধ্যেবিত্তদের গচ্ছিত অর্থ ও ঘরের খাবার ফুরিয়ে আসায় অনেকেরই দিন কাটছে অর্ধাহারে। তারা কাউকে বলতে পারছেন না তাদের অসহায়ত্বের কথা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা খোঁজও রাখছেনা তাদের। গত কয়েক দিন ধরে ওই সকল পরিবারের কয়েক জন এ প্রতিবেদকের কাছে মোবাইলে তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেন। অনেকে কেঁদেও ফেলেন। এদিকে সামাজিক দুরত্ব বজায় না রেখে স্থানীয় উপজেলা প্রশাসনের সহায়তায় হতদরিদ্রদের মাঝে ১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। জনপ্রতিনিধিরা অসহায় দুস্থদের সরকারী বরাদ্দের চাল বিতরণ অব্যাহত রাখলেও তা নিয়ে নানান অভিযোগ রয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ কোটচাঁদপুরের এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান এ প্রতিবেদককে বলেন, স্থানীয় এমপি অ্যাড. শফিকুল আজম চঞ্চল অসহায় দুস্থ মানুষের মাঝে সরকারী বরাদ্দের চাউল বিতরণ করেছে। আবার আসলে আবারও দেয়া হবে। তিনি বলেন ইতিমধ্যেই আমেরিকা প্রবাসী নিজের ভাগনে কেবি আল্ মাসুমের দেয়া ১টন চাল, আলু, ডাল ও তেল বিতরণ করেছি। বর্তমানে মধ্যেবিত্ত ও নিন্ম মধ্যেবিত্তদের কথা বিবেচনা করে ইতি মধেই ইউনিয়ন পরিষদের টাকায় ১টন চাল ও নিজের ব্যক্তিগত টাকায় ১টন চাউলসহ আলু, ডাল ও তেল কিনেছি। তিনি আরো বলেন, মধ্যেবিত্ত ও নিন্ম মধ্যেবিত্ত এমন অনেক পরিবার আছে না খেয়ে থাকলেও তারা কারুর কাছে হাত পেতে কিছু নিবে না বা হাত পাততেও জানেনা। ওই সকল পরিবারকে খোঁজ করে রাতের অন্ধকারে আমি নিজে তাদের বাসাতে যেয়ে এ খাবার গুলি দিয়ে আসবো। তিনি আরো বলেন, খাবারের সমস্যা থাকলে আমার ইউনিয়ের এ সকল পরিবার গুলি আমার সাথে নিদ্বির্ধায় মোবাইলে যোগাযোগ করতে পারে। আমি নিজেই সবার অলক্ষ্যে খাবার পৌঁছে দেব। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনিন সুলতানা বলেন, ইতি মধ্যেই জনপ্রতিনিধিদের এ ধরনের পরিবার গুলির তালিকা করতে বলা হয়েছে। সামনে বরাদ্দ এলে ওই সকল পরিবার গুলির সহযোগিতা করা হবে।
শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দামুকদিয়া গ্রামের বকুল মিয়া ও ঝন্টু মোল্লার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।