সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় চাল চোর গ্রেফতার
গাইবান্ধায় চাল চোর গ্রেফতার
সাইফুল মিলন, গাইবান্ধা :: গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস’র)চাল চুরি করে বিক্রির সময় প্রায় তিনশ’ কেজি চালসহ মজদার নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার ১৩ এপ্রিল দুপুরে উপজেলা পদুমশহর বাজার নয়াবন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মজদার রহমান পদুমশহর ইউনিয়নের আজগর আলীর ছেলে এবং খাদ্য বান্ধব কর্মসুচির ডিলার ও রাকিব ট্রেডার্সের স্বতাধিকারী।
স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার পদুমশহরে রাকিব ট্রেডার্সের গুদাম ঘর থেকে লেয়ার মুগির বস্তায় চাল ভর্তি কয়েকটি ভ্যান সাঘাটা উপজেলার বোনারপাড়ার দিকে যাচ্ছিল। বিষয়টি এলাকাবাসির সন্দেহ হলে একটি ভ্যান আটক করে পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে বোনারপাড়া পুলিশ ফাঁড়ির ইসচার্জ ও সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে এসে আটককৃত চালের বিষয়ে ভ্যান চালক আব্দুল মজিদকে জিজ্ঞাসাবাদ করে মজদার রহমানকে ঘটনাস্থলে আসতে বলা হয়। দীর্ঘ ৩ ঘন্টা অপেক্ষার পরে ডিলার মজদার না আশায় পরে তার গুদামে অভিযান চালিয়ে গুদাম ঘরের সরকারী চালের হিসাবে গরমিল পাওয়া করে তাকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, ডিলার মজদার রহমানের বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়া হয়েছে। তার ডিলারশীপ বাতিলসহ এই চক্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।