সোমবার ● ১৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে এক নারী আক্রান্ত, সংস্পর্শে যাওয়া চিকিৎসক, নার্সদের কোয়ারেন্টিনে
সিলেটে এক নারী আক্রান্ত, সংস্পর্শে যাওয়া চিকিৎসক, নার্সদের কোয়ারেন্টিনে
সিলেট প্রতিনিধি :: বৃহস্পতিবারে সিলেটের একটি হাসপাতালে সিজার হয় সুনামগঞ্জের এক মহিলার। কিন্তু ওই মহিলার মাধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার তার শরীরের নমুনা সংগ্রহ করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। আজ সোমবার পরীক্ষায় রিপোর্ট আসে পজেটিভ। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এবং সেই সঙ্গে তার সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, রিপোর্ট পজেটিভ আসার পরেই আক্রান্তকে চিকিৎসার জন্য শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং তার সংস্পর্শে থাকা ঐ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উল্লেখ্য, ঐ মহিলার স্বামী গত কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।
বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটির ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সিলেট :: দেশের দুর্যোগময় মুহুর্তে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটি ও শেখ রাসেল জাতীয় সমাজ কল্যান সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনার অনুমতি চেয়ে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সভাপতি বরাবর সংস্থা দুটির পক্ষে আবেদন করেছেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য সোসাইটির সাধারন সম্পাদক ডা. মুজিবুর রহমান।
ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনায় টিম লিডার হিসেবে থাকবেন, ডা. জাকিয়া তাবাসসুম বাধঁন, ডা. সবিত কুমার দাশ, ডা. মো. আবুল হক, ডা. আক্তার হোসেন, সুমন কান্তি দত্ত, ডা. গিয়াস উদ্দীন, ডা. জাফর হোসেন খাঁন, ডা. পান্না লাল ধর, ডা. সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।