মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের রুমায় হতদরিদ্রদের চাল চুরির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার
বান্দরবানের রুমায় হতদরিদ্রদের চাল চুরির দায়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত হতদরিদ্রদের মাঝে ১০ টাকা দরের চাল চুরি করে বাজারে বিক্রির অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও এক চাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রুমা বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেন রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামসুল আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ১০টকা দরে বিতরণ কর্মসূচির ৬ বস্তা চাল কালোবাজারে বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে রুমা উপজেলা প্রশাসন পুলিশসহ অভিযান চালালে চালের ডিলার ও রুমা উপজেলা ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক রাজিব সিকদার (২৫) হাতেনাতে চাল চুরিতে ধরা পড়ে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের সাজা প্রদান করেন এবং চোরাই চাল ক্রয়ের জন্য রুমা বাজারের চাল ব্যবসায়ী শাহানেওয়াজ (২৬)। কে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত চোরাইকৃত ৬ বস্তা চাল উদ্ধার করেন।
এ ব্যাপারে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ১০ টাকা দরের ৬ বস্তা চাল চুরি করে বাজারে বিক্রির অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শিকদারকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের সাজা দেওয়া হয়েছে। একই মামলায় রুমা বাজারের চাল ব্যবসায়ী শাহনেওয়াজকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে চাল চোরদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।