মঙ্গলবার ● ২ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » একটু সহানুভুতি কি পেতে পারেনা “মুক্তা”
একটু সহানুভুতি কি পেতে পারেনা “মুক্তা”
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: (২ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বেলা ১.২০মিঃ) গাইবান্ধা জেলার সাঘাট উপজেলার শিমুল তাউড় গ্রামের মেয়ে মুক্তা রায় রংপুর নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং কোর্সের চতুর্থ বর্ষের (২য় ব্যাচ)শিক্ষার্থী। অদম্য মেধাবী, ছাত্রী ‘মুক্তা রায়’ আজ প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের নার্সেস কেবিনে ভর্তি । মুক্তা রায় মরণব্যাধি ব্লাড ক্যান্সারে ভুগছে । মুক্তা রায় মেধাবী কিন্তু গরিব দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা। যা মুক্তার পরিবারের একার পক্ষে এত টাকা সংকুলন করা সম্ভব নয় তাই সমাজের বিত্তবান,হৃদয়বান,দায়ালু ও দানবীর মানুষের কাছে আবেদন জানিয়েছেন মুক্তার পরিবার। মানুষ মানষের জন্য জীবণ জীবনের জন্য এই কথাটি স্বরণ করে মুক্তার জীবণ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়ালে সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়তো মুক্তা ফিরে পেতে পারে তার আগের জীবণ।একটু সহানুভুতি কি পেতে পারেনা “মুক্তা” !
আপনাদের সাহায্যর সদয় দৃষ্টি বিশেষভাবে কামনা করছে মুক্তার পরিবার পরিজন
সাহায্য পাঠানোর ঠিকানা Anjan kumer roy (মুক্তার বাবা)Bank Account :
Bank Asia 02334001935 অথবা Bkash :01911174498 (মুক্তার মামা)
অথবা Dutch Bangla Account: PARTHA SHAROTHI DEV / 107.105.54552 SWIFT Code-DBBLBDDH107 Branch-107 kawran Bazar, Dhaka. (মুক্তা রায় এর বাসা)