মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকান্ড : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কমলগঞ্জের ভানুগাছ বাজারে অগ্নিকান্ড : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে তুল ধুনা’র কারখানায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীর দাবী।
জানা গেছে, বাজারস্থ জবা’র কলোনিতে মোতাহের মিয়ার তুলা ধুনার মেশিন থেকে সর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাতট ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জনগনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় কারখানায় থাকা মেশিনারিজ ও তুলা পুড়ে ছাই হয়ে যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সুত্রপাত হয় বলে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও কারখানা মালিক নিশ্চিত করে।
ভুক্তভোগী মোতাহের মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে অনেক দিন ধরেই কারখানা বন্ধ।
এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক বলেন, আগুনে পুড়ে যাওয়া কারখানা মালিককে সরকারি ভাবে সাহায্যে সহযোগীতা করা হবে।