বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের আক্রমনে আহত-২
পানছড়িতে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের আক্রমনে আহত-২
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার পানছড়ির আলীনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আহত ৩ জন। গুরুতর আহত ২জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১২ এপ্রিল সন্ধ্যায় পানছড়ির আলীনগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, গোলাপী বেগম (৪৫) স্বামী বাহাদুর মিয়া, আরিফ মিয়া (১৪) পিতা-বাহাদুর মিয়া, মোহাম্মদ আলী (৭০) পিতা মৃত ওহাবআলী ।
জানাযায়, পানছড়ি উল্টাছড়ির আলীনগর গ্রামের বাহাদুর মিয়া ও রঙ্গু মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যার দিকে রঙ্গু মিয়া তার ছেলে-মানিক মিয়া, আসাদ, তোলা মিয়া, ওসমান এবং মানিক মিয়ার মেয়ে মুক্তা আক্তারসহ ২০-২৫ জন দলবল নিয়ে প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ীতে হামলা চালায়। দলবল দেখে বাহাদুর মিয়া পালিয়ে পাশের জংগলে আত্মগোপন করেন। এসময় বাহাদুর মিয়ার স্ত্রী গোলাপী বেগম (৪৫),ছেলে আরিফ মিয়া ও প্রতিবেশী আত্মীয় মোহাম্মদ আলী (৭০) কে দা-ছুরি ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি আঘাতে গুরুতর আহত করে।
বাহাদুর মিয়া বলেন, রঙ্গু মিয়া ২০-২৫ জনের দলবল নিয়ে আসায় আমি প্রানের ভয়ে পালিয়ে যাই। রঙ্গু মিয়াগং চলে যাওয়ার পর পানছড়ি থানা পুলিশের সহযোগীতায় আহতদের প্রথমে পানছড়ি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করেন। এখন সদর হাসপাতালের ভর্তি আহতদের চিকিৎসা চলছে। রঙ্গু মিয়াগংদের ভয়ে আমি এবং আমার পরিবার আতংকে আছি।