বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন : সাইফুল হক
অনতিবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করুন : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে অসংখ্য গার্মেন্টস কারখানায় গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা না দেওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন সরকারী প্রণোদনার পরও গার্মেন্টস মালিকেরা শ্রমিকদেরকে দেয়া তাদের ওয়াদা রাখেনি। ঢাকার উত্তরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, মানিকগঞ্জ, নারায়নগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বকেয়া বেতন-ভাতার দাবিতে বাঁচার তাগিদে শ্রমিকদেরকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আসতে হয়েছে। একশ্রেণীর গার্মেন্টস মালিকদের স্বেচ্ছাচারী ভূমিকার কারণে কয়েক লক্ষ গার্মেন্টস শ্রমিকদের জীবন বিপন্ন হতে চলেছে। এর মধ্যে হাজার হাজার শ্রমিকদেরকে বের করে দেয়া হচ্ছে। শ্রমিক ছাঁটাই না করার ব্যাপারে তাদের দেওয়া কথাও তারা রাখছে না। এই সংক্রান্ত সরকারি নীতিমালাকেও তারা পাত্তা দিচ্ছে না। সরকারের মধ্যে গার্মেন্টস মালিকেরা যেন আরেক সরকার। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গার্মেন্টস মালিকদের বেপরোয়া মনোভাবের কারণে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ছে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে সকল গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে সরকারকে কার্যকরি পদক্ষেপ নিতে আহ্বান জানান।
বিবৃতিতে তিনি এখনও পর্যন্ত করোনা সংক্রমন পরীক্ষা ও চিকিৎসার অপ্রতুলতা ও বেহাল দশায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যুদ্ধকালীন প্রস্তুতিতে সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত করে প্রতিটি জেলা ও উপজেলায় ফিল্ড হাসপাতাল স্থাপন করে করোনা পরীক্ষা ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান। তিনি ডাক্তার, নার্সসহ চিকিৎসা সেবায় নিযুক্তদের হুমকি না দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ, অনুপ্রাণীত, উপযুক্ত স্বাস্থ্যবীমা নিশ্চিত করে গোটা স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের আহ্বান জানান।
তিনি করোনায় আক্রান্ত সিলেট ওসামানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিতে তিনি ওএমএস এর চাল বিক্রির কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার করে অনতিবিলম্বে তা চালু করা এবং ব্যবস্থাপনা, দুর্নীতি, চুরি বন্ধ করে দুঃস্থ্য পরিবারসমূহের কাছে বিক্রির আহ্বান জানান।