![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গুনীজন » পার্বত্য অঞ্চলের ক্রীড়া সংগঠক ইউছুপ আলম আর নেই
পার্বত্য অঞ্চলের ক্রীড়া সংগঠক ইউছুপ আলম আর নেই
স্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থার সহসাধারন সম্পাদক মো. ইউছুপ আলম আর নেই। তিনি ১৫ এপ্রিল বুধবার সকালে অসুস্থবোধ করলে তাকে চট্টগ্রামে নেওয়াহয়, সেখানেই দুপুরে তিনি মৃত্যু বরন করেন। রাঙামাটি শহরের কাঁঠালতলীর বাসিন্দা মো. ইউছুপ আলম মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই কণ্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক ইউছুপ আলমের মৃত্যুতে রাঙামাটির ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইউছুপ আলমের মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ক্রীড়া সংস্থা, রাঙামাটি জুডো ও কারাতে এসেসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এবং সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের মূখ্য সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক নির্মল বড়ুয়া মিলন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।