বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনা রোগী সনাক্ত
নাইক্ষ্যংছড়িতে প্রথম করোনা রোগী সনাক্ত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল কক্সবাজারে মেডিকেল কলেজের (কমেক) পিসিআর ল্যাবে সনাক্তকৃত রোগীর নমুনা পরীক্ষার রিপোর্টে পজেটিভ পাওয়া যায়। করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন, বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।
এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানিয়েছেন, প্রথম বারের মতো বান্দরবান জেলায় করোনা রোগের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে সে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হয়েছে। তাকে অন্যান্য রোগে থেকে আলাদা করে আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্মহীন মানুষরা পেল এপেক্স ক্লাবের খাদ্য সামগ্রী
বান্দরবান :: বান্দরবানে আত্মমানবতার সেবায় কর্মহীন ঘরবন্দি ও অসহায় পরিবারের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকালে বান্দরবানের তিন নম্বর থানচি স্টেশন এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় আত্মমানবতার সেবাদানকারী এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ থেকে কর্মহীন ঘর বন্দী ও গরীব অসহায় প্রায় ১”শ পরিবারের মাঝে পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ ব্যাপারে এপেক্স ক্লাব অব বান্দরবান জেলা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফিলিপ ত্রিপুরা জানিয়েছেন, করোনা ভাইরাসের মহামারি উপলক্ষে আত্মমানবতার সেবায় এপেক্স ক্লাব অব বান্দরবান জনগণের পাশে আছে এবং আগামীতেও থাকবে। আমরা স্বল্পপরিসরে প্রথম ধাপে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও আমাদের আত্ম মানবতার সেবা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে এপেক্স ক্লাব অব বান্দরবানের সাবেক সভাপতি এপেক্সিয়ান কামাল পাশা, এপেক্সিয়ান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এপেক্সিয়ান জাহাঙ্গীর, এপেক্সিয়ান মুজিবুর রশীদ এপেক্সিয়ান জহির উদ্দিন চৌধুরী বাবর, এপেক্সিয়ান মিলি মারমা, এপেক্সিয়ান নিনি মারমা ও এপেক্স ফাউন্ডেশন এর আজীবন সদস্য এপেক্সিয়ান সাংবাদিক আব্দুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।