বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : বন বিভাগের উদাসীনতায় বড় ধরনের দূর্ঘটনার আশংঙ্খা
কাপ্তাইয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : বন বিভাগের উদাসীনতায় বড় ধরনের দূর্ঘটনার আশংঙ্খা
অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা এলাকাধীন কাপ্তাই সড়কের বারঘোনিয়া ফরেস্ট এলাকায় প্রচন্ড ঝড় তুফানে আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল ভোর ৫ টায় বন বিভাগের গাছ পড়ে কাপ্তাই বিদ্যুৎ সঞ্চালন বিভাগের ৩৩ হাজার ভোল্টের ব্যপক ক্ষতি সাধন হয়, ফলে আজ সকাল হতে বিলাইছড়ি,জুরাছড়ি এবং বরকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রহিয়েছে বলে কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী জানান।
১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবুল হাসেম জানান, আজ সকালে ঝড়ে তুফানে গাছ উপরে পড়ে বিদ্যুৎ লাইনের উপরে পড়ে, যদি গাছটি বিদ্যুৎ লাইনে না পড়ে আশেপাশে বাড়ীঘরে পড়তো তাহলে স্হানীয় লোকজনের প্রানহানী ঘটতে পারতো, তিনি ঝুঁকিপূর্ণ গাছগুলো বাড়ীর আশেপাশ হতে কেটে নেবার জন্য বন বিভাগের নিকট দাবি জানান।
কাপ্তাই বিদ্যু সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী জানান, প্রচন্ড ঝড়ে কাপ্তাই ৩৩ হাজার ভোল্টের কাপ্তাই সড়কের বারঘোনিয়া ফরেস্ট এলাকায় বন বিভাগের গাছ উপরে পড়ার খবর পেয়ে তারা ভোরে ঘটনাস্থলে রওনা করেন। তিনি জানান, যদি এই গাছ বাড়ীঘরে পড়তো তাহলে ৬ থেকে ৭ পরিবার ক্ষতিগ্রস্ত হতো এমনকি প্রানহানী ঘটতে পারতো, তিনি কাপ্তাই সড়কের লাইনের উপর থাকা ঝুঁকিপূর্ণ গাছ কেটে পেলার জন্য বন বিভাগের নিকট অনুরোধ করেন, না হলে ভবিষ্যৎতে বড় ধরনের দূৃর্ঘটনা ঘটতে পারে বলে জানান।
এদিকে বারঘোনিয়া ফরেস্ট বিটের দায়িত্ব প্রাপ্ত ফরেস্টার এস এম মাহাবুব আলম জানান, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর ফোন পেয়ে তিনি ঘটনাস্থলে রওনা করেছেন, গিয়ে বলতে পারবেন কোন গাছটা ঝুঁকিপূর্ণ ছিলো। তিনি জানান, ইতিমধ্যে কাপ্তাই উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় মিটিং এর সিদ্বান্ত মোতাবেক কাপ্তাই সড়কে ঝুঁকিপূর্ণ গাছ কেটে ফেলা হয়েছে।
এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ৯.৪৫ মিনিট) কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের কর্মীরা লাইন মেরামতের কাজ করছে বলে আবাসিক প্রকৌশলী সুভাষ চৌধুরী জানান। আজ বিকেল ৫ টার মধ্যে ৩ উপজেলায় বিদ্যুৎ সংযোগ দিতে পারবেন বলে এই বিদ্যুৎ কর্মকর্তা জানান।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাপ্তাই নৌবাহিনীর উদ্যোগে ছিটানো হলো জীবাণুনাষক স্প্রে
কাপ্তাই :: দেশব্যাপী করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাপ্তাই নৌবাহিনীর উদ্যোগে কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল কাপ্তাই এলাকায় শহীদ মোয়াজ্জম নৌ ঘাঁটির তত্ত্বাবধানে নৌবাহিনী সদস্যরা দিনব্যাপী কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই নতুন বাজার এবং সুইডিশ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে।
এসময় নৌবাহিনীর সদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করে বিভিন্ন প্রচারণা চালায়। একইসাথে তারা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা তৈরি করতে স্থানীয়দের বিভিন্ন লিফলেট বিতরণ করেন।
কাপ্তাই পরিদর্শনে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ : জরুরী সেবাখাত ছাড়া কেউ কাপ্তাইয়ে প্রবেশ নিষিদ্ধ
কাপ্তাই :: রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফি উল্লাহ কাপ্তাই পুলিশ বাহিনীর করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন।
আজ বৃহস্পতিবার ১৬ এপ্রিল তিনি কাপ্তাই থানা পুলিশ কর্তৃক করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা, জনসাধারনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে গৃহীত ব্যবস্থাসমূহ এবং থানা এলাকায় বহিরাগত জনগন ও জরুরী সেবার আওয়াতাভুক্ত যানবাহন ব্যতীত অন্য যানবাহনের অনুপ্রবেশ রোধে স্থাপিত পুলিশ চেকপোস্ট সমূহ পরির্দশন করেন। এসময় তিনি জরুরী সেবাখাত ছাড়া কোন ধরনের যানবাহন এবং বহিরাগত লোককে কাপ্তাইয়ে প্রবেশ না করতে পুলিশকে আরোও সজাগ হবার জন্য পরামর্শ দেন।
পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল জুনায়েত কাউসার, কাপ্তাই থানা ওসি নাছির উদ্দিন সহ পুলিশবাহিনীর সদস্যরা উপস্হিত ছিলেন।
কাপ্তাইের চিৎমরম ইউপিতে ত্রান সহায়তা পেলো হাজার জন
কাপ্তাই :: কাপ্তাই চিৎমরম ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আয়রোজগার হারানো অসহায় ১ হাজার জন পেলো ত্রান সহায়তা। যার মধ্যে রাঙামটি জেলা পরিষদ কর্তৃক ৩৫০ জনকে এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৬৫০ জন সহ সর্বমোট ১০০০ জন হতদরিদ্র কর্মহীন পেলো এই ত্রান সহায়তা।
চিৎমরম ইউপি ভারপ্রাপ্ত চেয়্যারম্যান সিংথোয়াই উ মারমা জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অসহায় কর্মহীন মানুষদের আমরা ত্রানসহায়তা বিতরণ করেছি এবং সরকারি ত্রান সহায়তায় ও রাঙামাটি জেলা পরিষদের সহায়তায় আমরা সর্বমোট ১০০০ জন হতদরিদ্র কর্মহীনের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছি।