বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীকে বিচারের আওতায় আনা হবে:মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীকে বিচারের আওতায় আনা হবে:মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
গাজীপুর জেলা প্রতিনিধি ::(আপলোড ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ সময় রাত ২.০০মিঃ) মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষয়তায় থাকা অবস্থায় অন্তত ২০ বার প্রধানমন্ত্রী হিসেবে তার স্বাক্ষরিত ক্রোড়পত্র প্রকাশ হয়েছে৷ যেখানে তিনি বলেছেন ৩০ লাখ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে৷
অথচ হঠাত্ তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক করছেন৷ সরকার অচিরেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের বিচারের জন্য আইন করতে যাচ্ছে৷ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে৷
মন্ত্রী ২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে৷ যুদ্ধাপরাধীদের সন্তানদের নাগরিকত্ব ও ভোটাধিকার থাকবে না৷ এ সম্পর্কে আইন প্রক্রিয়াধীন৷
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদল হিসেবে জামায়াতকে চিহ্নিত করা হয়েছে৷ জামায়াত ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল হলেও যুদ্ধাপরাধীদল হিসেবে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হবে৷
জাতির পিতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রুবেল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আজমত উল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন সবুজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল হাসান মোল্লা, আব্দুল্লাহ আল মামুন সবুজসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা৷