বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রতিবন্ধীর দায়ভার নিল পুলিশ সুপার হাসানুুজ্জামান
প্রতিবন্ধীর দায়ভার নিল পুলিশ সুপার হাসানুুজ্জামান
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: ভাড়া বাসায় ফেলে রেখে চলে গেছেন স্ত্রী ও সন্তান। দীর্ঘ ২৫ দিন পর প্রতিবেশীদের সহযোগিতায় গ্রামে ফিরলেও বাড়িতে উঠতে দেননি চাচাতো ভাইয়েরা। তাড়িয়ে দিলেন চেয়ারম্যান মামাও। অবশেষে ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী আশরাফুজ্জামানের দায়ভার গ্রহণ করছে ঝিনাইদহ জেলা পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সাভারে একটি বাসায় স্ত্রী ও সন্তানকে দিয়ে দীর্ঘ ২০ বছর বসবাস করে আসছিল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর গ্রামে ব্যবসায়ী আশরাফুজ্জামান। ২ বছর আগে বাথরুমে পড়ে গিয়ে চলার শক্তি হারায় আশরাফুল। হুইল চেয়ারে কোনমত চলাফেরা করে সে। আয়-রোজগার কমে যাওয়া আর করোনা আতংকে স্ত্রী নাসিমা জামান ও ছেলে মনিরুজ্জামান ওই ভাড়া বাসায় ফেলে রেখে চলে যায়। সেখানেই গত ২৫ দিন একা থাকার পর প্রতিবেশীদের সহযোগিতায় একটি পিকআপ ভাড়া করে ঝিনাইদহে আসেন আশরাফুজ্জামান। গ্রামের বাড়ী শৈলকুপার উমেদপুরে গেলে বাড়ীতে উঠতে দেয়নি চাচাতো ভাইয়েরা ও তাদের ছেলেরা। এমনকি গাড়ী থেকে নামতেও দেয়নি। উপায় না পেয়ে মামা ঝিনাইদহ সদর উপজেলার প্রভাবশালী এক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতার বাড়ীতে গেলেও সেখান থেকে তাড়িয়ে দেয় ওই জনপ্রতিনিধি। উপায় না পেয়ে পিকআপ চালকরা গতকাল রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের গোয়ালপাড়া বাজার এলাকার রাস্তার পাশে আশরাফুলকে। সারারাত সেখানেই কাটে তার। সকালে খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে। পুলিশের পক্ষ থেকে সদরের ওই জন প্রতিনিধি ও শৈলকুপায় আত্মীয়দের সাথে যোগাযোগ করলে কেউ তাকে গ্রহণ করতে চায়নি। পরে পুলিশ সুপার মো: হাসানুুজ্জামান তার চিকিৎসার দায়ভার গ্রহণ করেন। থানা থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা: মিলিথা পারভীন বলেন, আশরাফুজ্জামানের করোনার কোন উপসর্গ নেই। তিনি শারিরীক ভাবে প্রতিবন্ধী। আশরাফুজ্জামান যেহেতু ঢাকা থেকে আসছে। এজন্য তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, কেউ যখন আশরাফুজ্জামানকে গ্রহণ করেনি। জেলা পুলিশের পক্ষ থেকে তার সমস্ত দায়ভার গ্রহণ করেছি। যতদিন তার অভিভাবক না পাওয়া যায় ততদিন আমরা তার পাশে থাকব।
হরিণাকুন্ডুতে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষ আহত ১০
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা গ্রামে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ঘোড়াগাছা গ্রামের আব্দুল লতিফ’র ছেলে মনিরুল ইসলাম (৬০) মকছেদ আলীর ছেলে মোয়াজ্জেম মন্ডল (৬৫), মোয়াজ্জেম মন্ডলের ছেলে ওয়াজেদ মন্ডল (৪৫), সাজ্জাদ হোসেন (৩০), ইউনুচ আলী (৫২), হাবিবুর রহমান (১৬) ও সকিনা খাতুন (৫০)সহ ১০ জন। স্থানীয়রা জানায়, বুধবার রাতে ওই গ্রামের আশরাফ উদ্দিনের বাড়ীতে মাদক আছে পুলিশকে এমন ভূয়া সংবাদ দেয় তার দুবৃত্তরা। পুলিশ গিয়ে মাদক না পেয়ে ফিরে আসে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে আশরাফ উদ্দিন তার সামাজিক প্রতিপক্ষ ওয়াজেদ আলীকে দোষারোপ করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
হরিণাকুন্ডুতে মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে খননের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে শাকিল আহম্মেদ (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। শাকিল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার মাগুরা পাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, সকালে অন্য শ্রমিকদের সাথে গোবরাপাড়া গ্রামের মানোয়ার হোসেনের জমিতে খননের কাজ করছিল শাকিল আহম্মেদ। এসময় উপর থেকে মাটি তার গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার থেকে কালীগঞ্জে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৫টি স্থানে হবে কাঁচা বাজার
ঝিনাইদহ :: জনদূর্ভোগ কমাতে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ টি স্থানে অস্থায়ীভাবে কাঁচা বাজার বসানোর ঘোষনা দিয়েছে প্রশাসন। সেই সাথেই সামাজিক দুরুত্ব বজায় রেখে খুলবে মুদিদোকানও। আগামী শুক্রবার থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বেচাকেনা চলবে। বাজারের নির্ধারিত স্থান গুলি হলো-সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল মাঠ, মাহতাব উদ্দিন কলেজ মাঠ, পুরাতন গোহাটা অর্থাৎ মোবারক আলী স্কুল পাশের্^র মাঠ), শেখ রাসেল ষ্টেডিয়াম ও বলিদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে করোনা প্রতিরোধ কমিটির এক সভাতে এই সিদ্ধান নেওয়া হয়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, মহামারী করোনা প্রতিরোধে জনসমাগম এড়াতে শহরের কাঁচা বাজার বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে জনসাধারনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা মেটাতে শহরের ৫ টি স্থানে অস্থায়ীভাবে কাঁচা বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে মাহতাব উদ্দিন কলেজ মাঠে শুধুমাত্র পাইকারী বাজার চলবে এবং বাকী ৪ টি স্থানে খুচরা কাঁচা-বাজার বসবে। সেখানে কাঁচা তরিতরকারী ও মাছ সহ অন্যান্য পন্যও বিক্রি করতে পারবে। তিনি আরো জানান, ওইসব স্থানগুলিতে ৫ ফুটের এক একটি দেকানের দুরর্ত্ব হবে ২০ ফুট। এছাড়াও গরু, খাসী ও মুরগীর দোকানীরা স্ব, স্ব স্থানে বসেই মাংশ বিক্রি করবে। এবং দুটি কাঁচা বাজার বাদে শহরের বিভিন্ন রোডের মুদি ব্যবসায়ীরা সামাজিক দুরর্ত্ব নিশ্চিত করে বেলা ১২ টা পর্যন্ত খোলা রাখতে পারবে। কালীগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির প্রধান ইউএনও সূবর্ণা রানীর সাহার সভাপতিত্বে ওই সভাতে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ।