বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » নবীগঞ্জ শহরের হার্ডওয়্যার প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড
নবীগঞ্জ শহরের হার্ডওয়্যার প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ড
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ শহরের ব্যাবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে৷ মঙ্গলবার সকাল ৭টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ এতে দোকানের পিছনের গোডাউনে থাকা সকল মালামাল ও ঘরটি সম্পুর্ণ ভস্মিভুত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রমা রায় জানিয়েছেন৷ খবর পেয়ে নবীগঞ্জ দমকল বাহিনীর এক ঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷
দমকল বাহিনী ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ৭টায় নবীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে কর্মসংস্থান ব্যাংক সংলগ্ন মহসিন পস্নাজায় সাগর হার্ডওয়ার এন্ড ভেরাইটিজ ষ্টোরের ছাদে হাঠাত্ আগুন দেখে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে৷ দোকানের পিছনে গুদাম ঘরে থাকা গ্যাস সিলিন্ডার, স্প্রিট, পস্নাসস্টিক আসবাপত্র, পলিথিন সামগ্রী থাকায় মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে পার্শবর্তী দোকান ও ব্যাংক এবং বাসার সকল লোকজন বাহিয়ে বেড়িয়ে আসেন৷ তাত্ক্ষনিকভাবে দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার এর নেতৃত্বে তাদের একটি টিম এবং একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন৷ তারা আসতে আসতে দোকানের অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যায়৷ পরে তারা প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়৷ পিছনের গুদাম ঘরের ভিতরে থাকা সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করা যাচ্ছে৷ দোকান মালিক রমাপদ রায় জানিয়েছেন, অগ্নিকান্ডে তার ব্যবসা প্রতিষ্টানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে৷
এ ব্যাপারে নবীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷
এদিকে ভয়াবহ অগি্নকান্ডের ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ, নব নির্বাচিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খানঁ, প্রেস ক্লাব সভাপতি সাইফুল জাহান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোসত্মাক আহমেদ মিলু, কাউন্সিলর মোঃ আব্দুস ছালাম, কাউন্সিলর ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, কাউন্সিলর জাকির হোসেন, সংরৰিত কাউন্সিলর পারুল বেগম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে শান্তনা প্রদান করেন৷