শনিবার ● ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » মাটিরাঙ্গায় ত্রান বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকল্পে কাজ করেছে উপজেলা প্রশাসন
মাটিরাঙ্গায় ত্রান বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকল্পে কাজ করেছে উপজেলা প্রশাসন
নুরনবী অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারের ত্রাণসামগ্রী নিরলসভাবে বিতরণ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এছাড়া করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় ও মোবাইল কোর্ট পরিচালনাসহ সচেতনতামুলক নানা কর্মসূচী চলমান রয়েছে উপজেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে ।
আজ শনিবার সকালে উপজেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নসহ একযুগে সকল ইউনিয়ন ও পৌরসভায় ছয় হাজার পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণের কার্যক্রম পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ । তিনি সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম ও দূর্নীতিকে ছাড় দেয়া হবে না মন্তব্য করে, ত্রাণ বিতরণের স্বচ্ছতা নিশ্চিতকল্পে অসহায় ও দরিদ্র পরিবারগুলোর নাম তালিকাভুক্ত করতে জনপ্রতিনিধিসহ সংস্লিস্ট সকলের প্রতি আহবান জানান। এ সময় তিনি প্রতিটি ইউনিয়নে শিশুখাদ্য বিতরণের জন্য চেয়ারম্যানদের নিকট ২৮৫০০/= (আটাশ হাজার পাচশত) টাকা করে হস্তান্তর করেন।
ত্রান বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফ উদ্দিন শেখ, মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবায়েত তানিম, ইউনিয়ন পরিষদ সচিব কিশোর ধামাইসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। ।