বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মুক্তিযোদ্ধা ক্ষিরোদ লাল দাশের রাষ্টীয় মর্যাদায় অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন্
মুক্তিযোদ্ধা ক্ষিরোদ লাল দাশের রাষ্টীয় মর্যাদায় অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন্
নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে মুক্তিযেুদ্ধের অকোতোভয় সৈনিক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার ৭ নং করগাঁও ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্ষিরোদ লাল দাশ ওরপে ছাও মেম্বার (৭৯) পরলোক গমন করেছেন৷ তিনি গত রবিবার রাত ১০ টায় উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে নিজ বাড়ীতে পরলোক গমন করেন ৷ মৃতু্যকালে তিনি ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন৷ গত সোমবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলা প্রশানের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহর নেতৃত্বে রাষ্ঠীয় মর্যাদা গার্ড অব অর্নার দেওয়ার পর তাঁর মরদেহ পারিবারিক শ্মশানঘাটে সত্কার করা হয়৷ এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধের কোম্পানী কমান্ডার মেজর(অবঃ) সুরঞ্জন দাশ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, ওসি মোহাম্মদ আব্দুল বাতেন খাঁন, মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ,মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাম রাজু, মেম্বার শশাংক দাশ, মেম্বার মিঠু দাশ, ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ভানু লাল দাশ, মাহিদ মিয়া, ছায়ান্দ দাশ, শিক্ষক হরিপদ দাশ, শিক্ষক তপন কুমার পাল, বজলুর রহমান, অনজিত দাশ লিটন ,প্রলয় দাশ প্রমূখ৷ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রয়াত মুক্তিযোদ্ধার পুত্র রুপায়ন দাশ ও অপু দাশের হাতে ৫ হাজার টাকার চেক সরকারী অনুদান তুলে দেন৷ প্রয়াত মুক্তিযোদ্ধা ক্ষিারোদ লাল দাশের মৃতু্যতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নবীগঞ্জ পৌরসভার বিদায়ী মেয় অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাংবাদিক আলী হাছান লিটন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকা্শ করেন৷