শনিবার ● ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে যুবসমাজের উদ্যোগে কোয়ারান্টাইনে ৯ জন
মহালছড়িতে যুবসমাজের উদ্যোগে কোয়ারান্টাইনে ৯ জন
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ড়িতে সাতঘরিয়া গ্রামের যুব সমাজের উদ্যোগে চট্টগ্রাম থেকে আসা লোকজনকে হোম কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় উদীয়মান যুব সমাজের সভাপতি কালায়ন তালুকদার লোকজনের উদ্দেশ্যে বলেন করোনাভাইরাস সংক্রামক রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১ (১) ধারার ক্ষমতাবলে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিধি নিষেধ ভঙ্গকারীদের এই আইনের অধীনে বিচারের আওতায় আনা হবে। হাঁচি,কাশি ও পরস্পর মেলামেশার কারনে এ রোগের বিস্তার ঘটে। তাই লকডাউন,শারিরীক, সামাজিক দুরত্ব বজায়, প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন মেনে চলুন। যেহেতু প্রাণঘাতি কোভিড-১৯ প্রতিরোধের জন্য এখনো প্রতিষেধক তৈরি হয়নি। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রণীত আদেশ ও করণীয়গুলো মেনে চললে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাব প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরো বলেন কোভিড -১৯ বৈশ্বিকভাবে মহামারি বিস্তার লাভ করছে যা মানবসভ্যতার জন্য অশনিসংকেত। নভেল করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে লকডাউন, হোম কোয়ারান্টাইন এর পাশাপাশি চট্টগ্রাম থেকে আসা নয় জনকে সাতঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রেখেছি গতকাল শুক্রবার থেকেই। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য কাঁচা মাল বিক্রেতাদেরকেও হোম কোয়ারান্টাইন রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তাদের পুরো গ্রামকে সংক্রমণ প্রতিরোধ করার জন্য ৪০ জনের স্বেচ্ছাসেবী দল নিয়ে নিয়মিত টহল দিয়ে নিরবচ্ছিন্নভাবে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং করোনা ভাইরাস সংক্রমণ ও প্রাদুর্ভাব স্বাভাবিক না হওয়া পর্যন্ত যুবসমাজের এই সামাজিক দায়িত্ব চলমান থাকবে জানান কালায়ন তালুকদার।
ঘরে থাকুন, নিরাপদ থাকুন।