শনিবার ● ১৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে কর্মহীনরের মাঝে খাদ্য পৌঁছে দিলেন মন্ত্রী বীর বাহাদুর
বান্দরবানে কর্মহীনরের মাঝে খাদ্য পৌঁছে দিলেন মন্ত্রী বীর বাহাদুর
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে আবারো লকডাউনে থাকা কর্মহীন ঘরবন্দি,অসহায় পরিবার ও মধ্যবিত্তদের নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। আজ শনিবার ১৮ এপ্রিল সকালে স্থানীয় রাজার মাঠে বিশাল আকারের এই খাদ্য সামগ্রী নিজস্ব তহবিল থেকে বান্দরবান পৌরসভার নয়টি ওয়ার্ডে পৃথকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ওয়ার্ড কাউন্সিলরদের খাদ্য সামগ্রী বহনকৃত গাড়ি গুলি হস্তান্তর করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় জনসাধারণের উদ্দেশে মন্ত্রী বলেন, আগেও আমি সরকারিভাবে কয়েক ধাপে ত্রাণ বিতরণ করেছি। এটাকে ত্রাণ বলা যাবেনা কারণ আমি নিজস্ব তহবিল থেকে নববর্ষের উপহার হিসেবে কিছু খাদ্য সামগ্রী আমার এলাকার জনসাধারণকে দিচ্ছি। তিনি বলেন, জনগণকে চিন্তা করতে হবে না আমি যতদিন বেঁচে আছি কাউকে অনাহারে থাকতে হবে না এবং সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে সুতরাং আমরা সবাই ঘরে থাকি সাবধানে থাকি, খাদ্য সহায়তা প্রয়োজন হলে ফোন দিলে প্রশাসন নিজ দায়িত্বে আপনাদের ঘরে পৌঁছে দিবে।
এ সময় রাজার মাঠে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পৌরসভার মেয়র মোহম্মদ ইসলাম বেবি, জেলা পরিষদের সদস্য লক্ষ্মী পদ দাশ, মোজাম্মাল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ পৌর এলাকার নয়টি ওয়ার্ডের কাউন্সিলর ও রাজনৈতিক নেতাকর্মী অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।