রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাপ্তাইয়ে গলা কাটা অবস্থায় এক যুবক উদ্ধার
রাঙামাটির কাপ্তাইয়ে গলা কাটা অবস্থায় এক যুবক উদ্ধার
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ফকিরের ঘোনা এলাকা থেকে গলা কাটা এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। আহত যুবকের নাম মো. মনির আহম্মদ (২৩)। সে নোয়াপাড়া এলাকার আব্দুর রবের পুত্র।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় চন্দ্রঘোনার ফকিরের ঘোনা এলাকা থেকে গলা কাটা অবস্থায় মো. মনির আহম্মদ নামক এক যুবককে উদ্ধার করি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ডাক্তার জেমস বিলিয়ম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, আহতের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তার গলায় ছুরিকাঘাত করা হয়েছিল। আহত স্থানে সেলাই করা হয়েছে।
চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আহত যুবকের পরিবার গত ৫ থেকে ৬ বছর পূর্বে চন্দ্রঘোনার ফকিরাঘোনা এলাকা হতে অন্যত্র চলে যায়। লক ডাউনের কয়েকদিন আগে এখানে আবার আসে সে। তার পেশা সম্পর্কে এখনো সঠিক কোন তথ্য জানতে পারিনি। বর্তমানে আহত যুবক জীবিত রয়েছেন।
কাপ্তাইের ওয়াগ্গা ইউপিতে ১৩শত জন পেলো ত্রান সহায়তা
কাপ্তাই :: কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আয়রোজগার হারানো অসহায় ১৩০০ জন পেলো ত্রান সহায়তা। যার মধ্যে রাঙামটি জেলা পরিষদ কর্তৃক ৩৫০ জনকে এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৯৫০ জন সহ সর্বমোট ১৩০০ জন হতদরিদ্র কর্মহীন পেলো এই ত্রান সহায়তা।এই ছাড়া এই ইউনিয়নে নগদ টাকাও বিতরণ করা হয়েছে।
ওয়াগ্গা ইউপি চেয়্যারম্যান চিনন্জিত তনচংগ্যা জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অসহায় কর্মহীন মানুষদের আমরা ত্রানসহায়তা বিতরণ করেছি এবং সরকারি ত্রান সহায়তায় ও রাঙামাটি জেলা পরিষদের সহায়তায় আমরা সর্বমোট ১৩০০ জন হতদরিদ্র কর্মহীনের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছি। এছাড়াও কাপ্তাই নৌ বাহিনী ও বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রানসহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এবং তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তায় হতদরিদ্র পরিবারের শিশুদের ও খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে।