রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা দিল এক চাকুরিজীবি
মাটিরাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে খাদ্যসহায়তা দিল এক চাকুরিজীবি
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাটিরাঙ্গাতে চলছে অঘোষিত লকডাউন। রাস্ট্রীয় নির্দেশনা অনুযায়ী এলাকার মানুষ কর্মহীন জীবন যাপন করছে প্রায় ১ মাস। ফলে আর্থিক অভাব অনটনে দিনাতিপাত করছেন বিভিন্ন নিন্ম আয়ের মানুষ । এ সব মানুষগুলোর বাড়ীতে খাদ্যসামগ্রীর সংকট অনুভব করেই মানবিকতার হাত বাড়িয়েছেন মো. নিজাম উদ্দিন নামে ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক যুবক। সে গোমতি এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মাস্টারের মেঝো ছেলে।
আজ রবিবার ১৯ এপ্রিল সকাল ১১ টার দিকে হোসেন মাষ্টারের বাড়ীর সামনে একান্ত ব্যক্তিগত উদ্যোগে প্রায় ২৩০ দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য খাদ্যসামগ্রীর প্যাকেট তৈরি করা হয়।
উদ্যোক্তা মো. নিজাম উদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন নিজেরাই তালিকা তৈরির মাধ্যমে যারা অপেক্ষাকৃত বেশী কষ্টে আছেন তাদের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্যসহায়তা পৌছে দেন।
এ বিষয়ে গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন বলেন, সত্যিই ব্যক্তি পর্যায়ে এই ধরণের উদ্যোগ এই প্রথম। সরকারের পাশাপাশি সমাজের সামর্থবানরা যদি এভাবে এগিয়ে আসে তাহলে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা সফল হবো। সরকারি নির্দেশনা মোতাবেক পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষকে বাড়ীতে অবস্থান করানো সম্ভব হবে ।
এ বিষয়ে গোমতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মনির হোসেন ব্যক্তি উদ্যাগে এমন মহৎ আয়োজনের জন্য গোমতিবাসীর পক্ষে নিজাম উদ্দিন ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ অবগত রয়েছেন, উদ্যোগটিকে তিনিও স্বাগত জানিয়েছেন।
এ সময় গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন ও গোমতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মনির হোসেন, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মাস্টার, গোমতি বি কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও উদ্যোক্তার বড়ভাই মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।