রবিবার ● ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » পাবনায় আরেক করোনা রোগী শনাক্ত
পাবনায় আরেক করোনা রোগী শনাক্ত
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার চাটমোহরে আরেক করোনা (কোভিট-১৯) ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান আজ রবিবার সকালে করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু ভিটাপাড়ার মো. আব্দুল প্রামাণিক এর ছেলে মো. রেজাউল করিম (৪০)। সে নারায়নগঞ্জ থেকে সম্প্রতি রাতের আঁধারে বাড়ীতে আসে। তিনি নারায়নগঞ্জে গামেন্টস-এ কাজ করতো। এ নিয়ে চাটমোহরে ২ জন করোনা রোগী শনাক্ত হলো।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শুয়াইবুর রহমান জানান, আমাদের মেডিকেল টিম ঘটনাস্থলে যাচ্ছে। রোগীর বর্তমান পরিস্থিতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ১৬ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা মূলগ্রাম ইউনিয়নের সুইগ্রাম-বামনগ্রামের রেজাউল করিমের ছেলে টাইলস মিস্ত্রী জহুরুল ইসলামকে পাবনার জেলার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত করে পাবনার সিভিল সার্জন। জহুরুল নারায়নগঞ্জের চাষারা উপজেলায় টাইলস মিস্ত্রির কাজ করতো। জহুরুলকে শুক্রবার ঢাকায় পাঠানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। জহুরুলের বাড়ী এবং তার শ্বশুর বাড়ীর ১৩ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরীক্ষার রেজাল্ট এখনও আসেনি। বৃহস্পতিবার রাত থেকে চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু অধিকাংশ মানুষকে লকডাউন ভাঙ্গার প্রবণতা লক্ষ্য করা গেছে। উপজেলার সকল হাট বন্ধ রাখার ঘোষণা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হলেও রাতের আঁধারে হাট বসানো হচ্ছে। ট্রাক ভর্তি মালামালের সাথে পাবনার বিভিন্ন উপজেলায় আসছে। এতে করে মানুষের মধ্যে করোনা আক্রান্তের ঝুকি বাড়ছে বলে সচেতন মহল মনে করছেন।
চাটমোহরের ভ্রাম্যমান আদালতে জরিমানা
পাবনা :: পাবনার চাটমোহরের রেলবাজার (অমৃতকুন্ডা) সাপ্তাহিক রবিবারের হাটে এদিন সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে । ভ্রাম্যমান আদালত পরিচালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
বর্তমান পরিস্থিতিতে চাটমোহরে করোনা রোগী সনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষনা করেন। লক ডাউন উপেক্ষা করে রবিবার ভোর রাত থেকে মানুষ পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে চাটমোহর হাটে আসে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঙ্গীয় সেনা বাহিনী ও পুলিশ ফোর্স সহ হাটের মধ্যে প্রবেশ করে জনসাধারনকে দ্রুত হাট ত্যাগ করে নির্দেশ প্রদান করেন। এসময় হাটের ইজারাদার (অংশীদার) কে ডেকে নিয়ে হাটে জনসমাগম করে করোনা ঝুকি সৃষ্টি করায় দশ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া দুপুরে চাটমোহর পুরাতন বাজারের রতন ট্রেডাসকে দোকান খোলা রাখার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ঈশ্বরদীতে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা
পাবনা :: পাবনার ঈশ্বরদী উপজেলার গোয়ালবাথান গ্রামে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ ১৯ এপ্রিল রবিবার ভোরে গ্রামের একটি পারিবারিক গোরস্থানের সামনে থেকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তি হলেন দিনাজ প্রামাণিক (৪৫)। তিনি পার্শ্ববর্তী দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হামিজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ(ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার সকালে গোয়াল বাথান গ্রামের একটি গোরস্থানের সামনে দিনাজ প্রামাণিকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
নিহতের গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করছেন পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।