সোমবার ● ২০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আইন অমান্য করায় অর্থদন্ড করেছে কাপ্তাই প্রশাসন
আইন অমান্য করায় অর্থদন্ড করেছে কাপ্তাই প্রশাসন
অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ২ জন দোকানদার এবং দ্রব্যমূল্য বেশি রাখায় ২ টি ঔষধের দোকান সহ ৪ জন দোকানদারকে অর্থদন্ড প্রদান করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। এছাড়া আইন অমান্য করে অহেতুক বাজারে ঘোরাঘুরি করায় আরো ১ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল আজ সোমবার ২০ এপ্রিল কাপ্তাই নতুন বাজার এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি সেখানে গিয়ে দেখতে পান, নতুন বাজার এলাকার ২টি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা হয়েছে। তৎক্ষনাৎ তিনি উক্ত ২টি দোকানের মালিককে ৫ শত টাকা করে ১ হাজার টাকা ও দ্রব্যমূল্য বেশী নেওয়ায় ২ টি ঔষধের দোকানের মালিককে ৪ হাজার টাকা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় এক ব্যক্তিকে ৫ শত টাকা সহ সর্বমোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা প্রদান করেন।
কাপ্তাইয়ে আরোও ২ হাজার পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার
কাপ্তাই :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ম ধাপে করোনা ভাইরাস প্রকোপে কর্মহীন আরো ২০০০ পরিবারকে প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ চাল, ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ৫ম ধাপে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়ন এর ২০০০ কর্মহীন হতদরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার বিতরণ করা হয়েছে। যার মধ্যে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নে ৫০০, ২ নং রাইখালী ইউনিয়নে ৫০০, ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩০০, ৩ নং চিৎমরম ইউনিয়নে ৩০০ এবং ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৪০০ পরিবার সহ সর্বমোট ২০০০ পরিবার পেললো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। তিনি আরো জানান, সামাজিক দুরত্ব রক্ষার্থে প্রতিটি ইউনিয়নে আমরা বন্টন করে দিয়েছি, ইউপি চেয়্যারম্যান ও ইউপি সদস্যদের, যাতে এই উপহারসামগ্রী প্রতিটি ঘরে ঘরে পৌঁছানো যায়।।
কাপ্তাই উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ
কাপ্তাই :: রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল চৌধুরী জানান, আউশ মৌসুমকে লক্ষ্য করে সরকার কৃষকদের এই সুবিধা দিচ্ছে। তিনি আরো জানান, চলতি মৌসুমে কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।
কাপ্তাই স্বেচ্ছাসেবকলীগ সভাপতির মানবিকতার কাজ: অসাহায়দের তুলে দিলেন দুপুরের খাবার
কাপ্তাই :: কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক এর উদ্যোগে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের অসহায় এবং হতদরিদ্রের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার (১৯ এপ্রিল) তিনি নিজে গিয়ে প্রায় ৩০ টি হতদরিদ্রের ঘরে গিয়ে দুপুরের খাবার তুলে দেন।
এর আগে তিনি কেপিএম এলাকার হতদরিদ্র অনেক পরিবারের মাঝে ত্রান সহায়তা পৌঁছে দিয়েছিলেন।