শিরোনাম:
●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন
রাঙামাটি, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » সরকারী স্থাপনাসহ হুমকির মুখে কয়েক হাজার ঘরবাড়ি
প্রথম পাতা » জনদুর্ভোগ » সরকারী স্থাপনাসহ হুমকির মুখে কয়েক হাজার ঘরবাড়ি
বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারী স্থাপনাসহ হুমকির মুখে কয়েক হাজার ঘরবাড়ি

---
সিংড়া প্রতিনিধি :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.৩০মিঃ)
কত্তবার চেয়ারম্যান (মেয়র) আইস্যা দেইখ্যা গেছে, তার লোকেরা ফিত্তা ধইর্যা মাইপ্যা গেছে ৷ কোন কাম হয় নাই ৷ আমরা ঘরের দরজা না লাগাইয়্যা ঘুমাই ৷ ঘুমের মাঝেও আতংকে থাকতে হয় আমাগো ৷ আসল (পূর্বের) চেয়ারম্যান কাম করে নাই ৷ আমাগো ঠকাইয়্যা খালি ভোট নিছে ৷ এবার বান (বাঁধ) না দিলে আর রক্ষা নাই ৷ আমরা নিরাপদে থাইকতে চাই, আমরা বাঁইচতে চাই ৷ কথাগুলো বলছিলেন, নাটোরের সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের গাইন পাড়া মহল্লায় শতাধিক বাঁশের খুঁটির উপর ঘর নির্মাণ করে ঝুঁকিপূর্নভাবে বসবাসরত শ্রীমতি গোলাপী রানী সুত্রধর ৷ বুধবার সকালে এ প্রতিনিধির সাথে আলাপকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ৷ গোলাপী রানী ওই মহল্লার কাঠমিস্ত্রী অখিল চন্দ্র সুত্রধরের স্ত্রী ৷
এ পরিবার ছাড়াও মহল্লার আকবর আলী ,শামসুল আলম ,চয়েন ,গুপহার প্রাং , দিদার ,অরুণ ,বরুণ , পূর্ণিমা ,হায়দার হোসেন,হাবিব , ধলু , রাধা রানী, শিরীন, মিঠু, শাপলা, রাবিয়া সহ ২০-২৫টি পরিবারের মানুষ দীর্ঘদিন থেকে এভাবেই ঝুঁকিপূর্নভাবে বসবাস করে আসছে ৷ ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হওয়ার বিজলী, তরুণ, স্বপন,আক্কাছ, গোবিন্দ, কুলপি সহ ১২-১৫টি পরিবার অন্যত্র জায়গা কিনে কেহবা ভাড়া বাড়িতে থেকে জীবন যাপন করছে ৷ নদী তীরবর্তী হওয়ায় বিশেষ করে নিংগইন, বালুভরা, কতুয়াবাড়ী, পারসিংড়া, গোডাউনপাড়া, মহেশচন্দ্রপুর, দমদমা, মসিন্দা, চকগোপাল, গাইনপাড়া ও সিংড়া বাজার এলাকার অবস্থিত পরিবারগুলো অনিশ্চিতভাবে বসবাস করছে ৷ এ সকল এলাকায় দ্রুত বাঁধ নির্মাণ জরুরী হয়ে পড়েছে ৷
আত্রাই নদীর শাখা গুড়নাই, বারনই ও নারদ নদী বেষ্টিত সিংড়া পৌরসভা এলাকা রক্ষায় শহর রক্ষা বাঁধ নির্মাণ এখন এ পৌরসভার নাগরিকদের প্রাণের দাবীতে পরিনত হয়েছে ৷ দীর্ঘদিন থেকে নাগরিকরা এ দাবী করে আসলেও দাবীটি মাথা ব্যথার কারন হয়নি পৌর কর্তৃপক্ষের ৷ বিগত দিনে তিন কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের সহযোহিতায় এ প্রকল্পের কাজ শুরু হলেও পৌর কর্তৃপক্ষের উদাসিনতা ও অসহযোগিতার কারনে মুখ থুবরে পড়ে আছে প্রকল্পটি ৷ এতে করে নদী তীরবর্তী কয়েক হাজার ঘরবাড়ি, মসজিদ, মন্দির, শ্মশান,সিংড়া বাজার, সরকারী হাসপাতাল কোয়াটার এবং প্রাণি সম্পদ অফিস, গোরস্থান হুমকির মুখে রয়েছে ৷ যে কোন সময় ভূমিধ্বসে পৌরসভার গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ ধসে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে ৷ তাছাড়া প্রাণহানী ঘটতে পারে ঝুঁকিপূর্নভাবে বসবাস করা ওই সকল মানুষের ৷
সিংড়া পৌরসভার ৫নং ওয়ার্ডের গাইন পাড়া মহল্লার কাঠমিস্ত্রী অখিল চন্দ্র সুত্রধর জানান, নদী গর্ভে ঘরবাড়ি বিলীন হওয়ার আতংকে রাতের বেলায় চোখে ঘুম আসে না ৷ কাঠমিস্ত্রীর কাজ করে ৫৫/৬০ বছর যাবত এ মহল্লায় বসবাস করছি ৷ অর্থের অভাবে অন্যত্র জায়গা কেনার সামর্থ নাই ৷ প্রায় দেড় বছর আগে বন্যার সময়ে ঘরে ঘুমন্ত অবস্থায় থাকাকালে আমাদের ঘরবাড়ি নদী গর্ভে ধসে গিয়েছিল ৷ ১৫বছর যাবত পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন সাবেক মেয়র শামিম আল রাজি মু.সিহানুর রহমান ৷ কিন্তু আমাদের এ বিষয়ের কোন উন্নতি হয়নি ৷
---
একই মহল্লায় হায়দার সওদাগর জানান, এ মহল্লার পশ্চিমে ছোট একটি জলাশয় ছিল ৷ তারপর দুপাশের মাটি ভাঙ্গনের কারনে বর্তমানে তা বৃহত আকার ধারণ করেছে ৷ প্রায় দেড় বিঘার মত জমি নদী গর্ভে বিলীন হয়েছে ৷ বন্যার সময় সবার ঘরে পানি উঠে আসে ৷
জানা গেছে, আত্রাই নদীর শাখা গুড়নাই,বারনই ও নারদ নদী বেষ্টিত সিংড়া পৌরসভা ৷ প্রতি বর্ষা মৌসুমে পৌর শহর ভেঙ্গে ধীরে ধীরে নদীতে মিশে যাচ্ছে ৷ নদীপাড়ের মানুষ ব্যক্তিগত প্রচেষ্টায় সবসময়ই তা রক্ষার চেষ্টা করেন ৷ নাগরনদের পূর্বপাড় সংলগ্ন দুইটি গুরুত্বপূর্ণ সরকারী সেবা প্রতিষ্ঠান অবস্থিত ৷ এরমধ্যে একটি উপজেলা প্রাণি সম্পদ অফিস ও অপরটি হাসপাতালের আবাসিক এলাকা৷  ভাঙ্গনের কারনে স্বাস্থ্য কমপ্লেক্স পশ্চিম প্রাচীরসহ আবাসিক ভবন এখন হুমকির মুখে ৷ ইতোমধ্যে প্রাণি সম্পদ অফিসের ১০শতাংশ জায়গা নদী গর্ভে মিশে গেছে ৷ তাছাড়া নদী ভাঙ্গন ও সুরক্ষা না থাকার কারনে আবাসিক ভবন অনুপযোগী হয়ে পড়ছে ৷ এতে করে জনগণ কাংখিত সেবা হতে বঞ্চিত হচ্ছে ৷ তাই নদী তীরবর্তী কয়েক হাজার ঘরবাড়ি, মসজিদ,মন্দির,শ্মশান, সিংড়া বাজার,সরকারী হাসপাতাল কোয়াটার এবং প্রাণি সম্পদ অফিস,গোরস্থান রৰায় জরুরী ভাবে বাঁধ নির্মাণের দাবী স্থানীয় ভুক্তভোগীদের ৷
এ ব্যাপারে সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস এ প্রতিনিধিকে জানিয়েছেন, গত ২০ জানুয়ারী তিনি সিংড়া পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ৷ তবে এখনো পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পাইনি ৷ শহর রক্ষা বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তার নির্বাচনী ইশতেহারে শহর রক্ষা বাঁধ নির্মাণের উপর অধিকতর গুরুত্ব দেয়া হয়েছে ৷ তিনি দায়িত্ব পেলে দ্রুত পৌরসভার স্থাপনা, বাড়ি ও সরকারী সম্পদ রক্ষার জন্য তিনি শহর রক্ষা বাঁধ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)