মঙ্গলবার ● ২১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
খাগড়াছড়িতে চাল চুরির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দিঘীনালায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক আবদুল জলিল। গুরুতর আহত সাংবাদিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গতকাল ২০ এপ্রিল সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে সাংবাদিক আবদুল জলিলকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে তার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সাংবাদিক আবদুল জলিল চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘‘সাপ্তাহিক চট্টবাণী’ পত্রিকায় খাগড়াছড়ি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
আহত সাংবাদিক আবদুল জলিল জানান, সোমবার সন্ধ্যায় নিজ বাসায় অবস্থানকালে হাফেজ হামিদুল্লাহ নামে একজন কথা আছে বলে বাহিরে আসতে বলে। বাসা থেকে বাহিরে পুকুর পাড়ে আসলে হঠাৎ আরো কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা বলে “তুই কতো বড়ো সাংবাদিক হয়েছিস যে মেরুং এর নিউজ করিস, ডিলারের বিরুদ্ধে নিউজ করিস, তোকে মেরে তোর রক্ত দিয়ে গোসল করবো, দেখি তোর পাশে কে দাড়ায়’’?
সন্ত্রাসীদের অস্ত্রের কোপে আমার হাত কেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাত্ত জখম হয়। আমার আত্ম-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়”।
পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে সাংবাদিক আবদুল জলিলকে দেখতে যান বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ পার্বন চাকমা জানান, আহত সাংবাদিকের বাম হাতের তালুতে কাটা ছিলো সেখানে সেলাই দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
দিঘীনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দে বলেন, হামলার বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, পার্বত্য প্রেসক্লাব, খাগড়াছড়িসহ বিভিন্ন মহল প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ব্যপারে চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম মুজাহিদুল ইসলাম বলেন,সাংবাদিকদের নির্যাতন করে সত্যকে চাপিয়ে রখতে অতীতে কেউ পারেনাই ভবিষ্যতে ও পারবেনা। অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।
উল্লেখ্য যে, ১৩ এপ্রিল সোমবার দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ’র অভিযানে অবৈধভাবে খাদ্য বান্ধব কর্মসূচির ৭০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন (দুলু) কে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন বলেন ‘’ প্রতি বস্তা ১০০০ টাকা দরে ডিলার মো. জহির এর নিকট থেকে উক্ত চাল ক্রয় করেছি । খাদ্য বান্ধব কর্মসূচি’র মেরুং ইউনিয়ন’র ডিলার মো. জহির পলাতক রয়েছে ৷
এ ঘটনার পর থেকে সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হুমকি আসে।