বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পুলিশ ও নারীসহ ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
বান্দরবানে পুলিশ ও নারীসহ ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানচি উপজেলায় পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জনের করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে থানচি উপজেলাতে পুলিশ সদস্যসহ ২ জন ও লামা উপজেলাতে এক নারীসহ এ পর্যন্ত বান্দরবানে করোনার ভাইরাস আক্রান্ত হয়েছেন মোট ৪ জন।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা মারমা।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংকের নিরাপত্তায় কর্মরত ৩৫ বছর বয়সী এক পুলিশ সদস্য, একই উপজেলার রেমাক্রী ইউনিয়নের বড়মদক এলাকার বাসিন্দা ৩৭ বছর বয়সী এক ঠিকাদার এবং লামা উপজেলার মেরাখোলা এলাকার ৩২ বছর বয়সী ১ নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এদিকে, লামা উপজেলার মেরাখোলা এলাকার করোনা রোগী ওই মহিলার স্বামী একজন ব্যাবসায়ী। তিনি প্রায় সময় পটিয়া আসা-যাওয়া করতেন। সেখান থেকে স্বামীর মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর থানচিতে আক্রান্ত পুলিশ সদস্যকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঠিকাদারকে বান্দরবান সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ।
অন্যদিকে, শৈক্যচিং মারমা নামে এক ঠিকাদার কাজের সুবাদে চট্টগ্রাম, সাতকানিয়া ও কেরানীহাটে আসা-যাওয়া করতেন। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর বিভিন্ন পাড়া বাসীদের মধ্যে নেমে এসেছে আতঙ্ক। এলাকাবাসীরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা তার সহযোগি রেমাক্রী চেয়ারম্যান মুইশৈ থুই মারমাকে হোম কোয়ারান্টাইনে রাখার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এ পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় এক পুলিশ সদস্য, এক নারী ও এক তাবলীগ জামাতের সদস্যসহ মোট চার জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ঘটনার পরপরই পুরো বান্দরবান জেলায় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।