বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » হালদায় ডিম দেয়ার অপেক্ষায় মা মাছ
হালদায় ডিম দেয়ার অপেক্ষায় মা মাছ
স্টাফ রিপোর্টার :: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ ডিম দেয়ার অনুকুল পরিবেশের জন্য অপেক্ষায় আছে। এমন পরিবেশে নদীতে মাছ শিকারীরা স্তরে স্তরে জাল পেতে বড় বড় মাছ মেরে নিচ্ছে। এমন সংবাদ পেয়ে মৎস্য বিভাগ ও হাটহাজারী উপজেলা প্রশাসন নদীতে এক অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল গতকাল মঙ্গলবার দুপুরে আটক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার এই অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।
সূত্রে জানা যায়, অভিযানটি পরিচালিত হয় মদুনাঘাট থেকে হালদার মুখ কর্ণফুলী সংযোগ পর্যন্ত। মাছ শিকারীরা প্রায় চার কিলোমিটার নদী পথে স্তরে স্তরে পেতে বসেছিল বিভিন্ন শ্রেণির জাল। স্থানীয়রা বলেছেন মাছ শিকারীদের ধারণা ছিল করোনা দুযোগে হাটহাজারী লকডাইনে আছে, প্রশাসন ত্রান বিতরণসহ নানা কাজে ব্যস্ততায় নদীতে নজর দেবে না। এই ধারণা থেকে গত প্রায় এক মাস থেকে নদীতে জাল বসিয়ে শিকারীরা বিপুল সংখ্যক বড় মাছ মেরে নিয়েছে।
আইডিএফ এর যান্ত্রিক যান ও সেচ্ছাসেবকদের সহায়তায় প্রশাসন ৬৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে বলেন প্রশাসন সূত্রে জানা যায়। অভিযান পরিচালনার সময় নদীতে ইউএনও এর সাথে যান্ত্রিকযানে ছিলেন মৎস্য কর্মকর্তা ফাহানা লাভলী ও নাজমূলহুদা রণি প্রমুখ।