বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ সচিবদের ৩ দফা দাবিতে মানববন্ধন
রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ সচিবদের ৩ দফা দাবিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.০০মিঃ) রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) রাঙামাটি জেলা শাখা ৩ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার মানববন্ধন ও রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে৷ সংগঠনটির ৩ দফা দাবিতে রয়েছে ১.ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে পদোন্নতি ও ১০ম গ্রেড স্কেল কর্মকর্তার মর্যাদা প্রদান, ২. বেতন,বোনাস, আনুতোষিক লামগ্রান্ট, শান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা ও ৩. ইউনিয়ন পরিষদ কর্মচারীদের আর্থিক নিরাপত্তার লক্ষে পেনশন ব্যবস্থা নিশ্চিত করা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদ সচিব , জীবতলী ইউনিয়ন পরিষ সচিব, মগবান ইউনিয়ন পরিষদ সচিব, সাপছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, কুটুকছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, বালুখালী ইউনিয়ন পরিষদ সচিব, বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, রুপকারী ইউনিয়ন পরিষদ সচিব, সাজেক ইউনিয়ন পরিষদ সচিব, মারিশ্যা ইউনিয়ন পরিষদ সচিব, খেদারমারা ইউনিয়ন পরিষদ সচিব,আমতলী ইউনিয়ন পরিষদ সচিব, সারোয়াতলী ইউনিয়ন পরিষদ সচিব, বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ সচিব, কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়ন পরিষদ সচিব, চিত্মরম ইউনিয়ন পরিষদ সচিব, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ সচিব, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ সচিব, রাইখালী ইউনিয়ন পরিষদ সচিব, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদ সচিব, কলমপতি ইউনিয়ন পরিষদ সচিব, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ সচিব, কার্টিকছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, নানিয়ারচর উপজেলার নানিয়ারচর ইউনিয়ন পরিষদ সচিব, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ সচিব, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ সচিব, জুরাছড়ি উপজেলার জুরাছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, মৈদং ইউনিয়ন পরিষদ সচিব, দুমদুম্যা ইউনিয়ন পরিষদ সচিব, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ সচিব, বরকল উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ সচিব, আইমাছড়া ইউনিয়ন পরিষদ সচিব, বড় হরিনা ইউনিয়ন পরিষদ সচিব, সুবলং ইউনিয়ন পরিষদ সচিব, ভুষনছড়া ইউনিয়ন পরিষদ সচিব, লংগদু উপজেলার লংগদু ইউনিয়ন পরিষদ সচিব, মাইনী মুখ ইউনিয়ন পরিষদ সচিব, ভাসান্যাদাম ইউনিয়ন পরিষদ সচিব, গুলশাখালী ইউনিয়ন পরিষদ সচিব, কালাপাকুজ্যে ইউনিয়ন পরিষদ সচিব, আটারক ছড়া ইউনিয়ন পরিষদ সচিব, বগাচটর ইউনিয়ন পরিষদ সচিব, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, বাঙ্গাল হালিয়া ইউনিয়ন পরিষদ সচিব, গাইন্দা ইউনিয়ন পরিষদ সচিব, বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ সচিব, ফারুয়া ইউনিয়ন পরিষদ সচিব, বড়থলি ইউনিয়ন পরিষদ সচিব গণ মানববন্ধনে অংশ গ্রহণ করেন৷
ইউনিয়ন পরিষদ সচিবদের সংগঠন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী সমিতি (বাপসা) রাঙামাটি জেলা শাখা রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সাধারন সাধারন সম্পাদক কিরণ জ্যোতি চাকমা প্রমুখ ৷