বুধবার ● ২২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে যান মহালছড়ি স্বাস্থ্য বিভাগ
মহালছড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে যান মহালছড়ি স্বাস্থ্য বিভাগ
মহালছড়ি প্রতিনিধি :: মহালছড়ি উপজেলায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে আজ বুধবার মুবাছড়ি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্টা চাকমা। এসময় তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো খোঁজ-খবর নেন। সামাজিক দূরত্ব বজায় রাখা, কাশি, শিষ্টাচার মেনে চলা, সরকারের নির্দেশনা মেনে চলা এবং কোয়ারেন্টাইন এর নিয়মগুলো কঠোরভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন। পরে বাড়ি বাড়ি গিয়ে এলাকার লোকদের খোঁজ খবর নেন। অসুস্থদের স্বাস্থ্য সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেন। কারোর স্বাস্থ্য গত সমস্যা দেখা দিলে এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে হাসপাতালে তাৎক্ষণিক ভাবে খবর দিতে অনুরোধ করেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুরেশ চাকমা, স্থানীয় ইউপি সদস্য ধীমান চাকমা এবং জাবারং এনজিও প্রতিনিধি মিল্টন খীসা উপস্থিত ছিলেন।
মহালছড়িতে পাড়া কেন্দ্রে শিশু খাদ্য বিতরন করেছে উপজেলা প্রশাসন
মহালছড়ি প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে সৃষ্ট সংকট মোকাবেলার অংশ হিসেবে কোমলমতি শিশুদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শিশু খাদ্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত পাড়া কেন্দ্র সমূহকে এ শিশু খাদ্য বিতরণ করেছে মহালছড়ি উপজেলা প্রশাসন।
আজ ২২ এপ্রিল বুধবার সকাল ১১ টার সময় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাড়া কর্মীদের মাধ্যমে মোট ২ শত পাড়াকেন্দ্রের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক শুভাশীষ চাকমা ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।