বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » ১২ তম এসএ গেমসে অংশ নিতে কাল বৃহস্পতিবার ভারতে যাচ্ছে বাংলাদেশ ভারোত্তোলন দল
১২ তম এসএ গেমসে অংশ নিতে কাল বৃহস্পতিবার ভারতে যাচ্ছে বাংলাদেশ ভারোত্তোলন দল
ক্রীড়া প্রতিবেদক :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৮.০০মিঃ) আগামী ৫-১৬ ফেব্রুয়ারী পর্যন্ত ভারতের গৌহাটি ও শিলং শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২তম এসএ গেমস-২০১৬৷ উক্ত গেমসে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (০৪-০২-২০১৬) ভারতের উদ্দেশ্যে বিওএ’র ব্যবস্থাপনায় অন্য দল গুলোর সাথে সকাল ১০টায় বিমান যোগে রওনা হচ্ছে ১৯ সদস্যের বাংলাদেশ ভারোত্তোলন দল৷ এবারের প্রতিযোগিতায় পুরুষ আটজন ও মহিলা সাতজন মোট ১৫জন ভালোত্তোলক অংশ নিচ্ছে মোট ১৫টি ওজন শ্রেনীতে ৷ দলের সাথে মহিলা কোচ হিসেবে রয়েছেন শাহরিয়া সুলতানা সুচি এবং পুরুষ কোচ হিসেবে রয়েছেন ফারুক সরকার কাজল ও বিদ্যুত্ কুমার রায়৷ আর দলীয় ম্যানেজার হিসেবে আছেন লেফটেন্যান্ট কর্নেল মো: শহিদুল ইসলাম চৌধুরী৷
বাংলাদেশ দলে পুরুষ খেলোয়াড় এর তালিকায় রয়েছেন ৫৬ কেজি ওজন শ্রেনীতে মিজানুর রহমান, ৬২ কেজিতে মুস্তাইন বিল্লাহ, ৬৯ কেজিতে শিমুল কান্তি সিংহ, ৭৭ কেজিতে হামিদুল ইসলাম, ৮৫ কেজিতে মাইনুল ইসলাম, ৯৪ কেজিতে মো: আব্দুল্লাহ আল মমিন, ১০৫ কেজিতে ফরহাদ আলী এবং ১০৫ কেজি প্লাসে ফিরোজ মাহমুদ৷
আর প্রথম বারেরমত এসএ গেমসে অন্তভুক্ত হওয়া মহিলা ভারোত্তোলন ইভেন্টে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছেন ৪৮ কেজিতে মোল্লা সাবিরা, ৫৩ কেজিতে জহুরা আক্তার রেশমা, ৫৮ কেজিতে ফুলপতি চাকমা, ৬৩ কেজিতে মাবিয়া আক্তার সিমান্ত, ৬৯ কেজিতে রোকেয়া সুলতানা সাথী, ৭৫ কেজিতে ফিরোজা পারভীন এবং ৭৫ প্লাস কেজিতে জহুরা খাতুন নিশা৷
উল্লেখ্য, গত ১১তম ঢাকা এসএ গেমসে বাংলাদেশ ভারোত্তোলন দলের প্রাপ্তি ছিলো একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক৷
এসএ গেমসে বাংলাদেশ ভারোত্তোলন দলের অংশ গ্রহন প্রসঙ্গে ফেডারেশনের অভিজ্ঞ সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ বলেন, আমাদের দলের প্রস্তুতি ভালো হয়েছে ৷ আশা করি মেয়ে ও ছেলেরা দেশের জন্য ভালো কিছু করতে পারবে৷ আমাদের লক্ষ স্বর্ণ জেতা ৷ সবাই দোয়া করবেন আমরা যেন বাংলাদেশের নাম উজ্জল করে দেশে ফিরতে পারি ৷