বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ায় ৮ সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে ওসি মর্জিনা
উখিয়ায় ৮ সদস্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের পাশে ওসি মর্জিনা
উখিয়া প্রতিনিধি :: উখিয়ার এক দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার।
খবর পেয়ে আজ দুপুরে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মরজু নিজেই রত্নাপালং ইউনিয়নের পশ্চিমরত্না এসে দৃষ্টিপ্রতিবন্ধী জামালের এই পরিবারের খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দেন।
জানা যায়, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃজামালের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার করোনা পরিস্থিতিতে অসহায় অবস্থায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
এমনকি স্বাভাবিক পরিস্থিতিতেও তাদের একই অবস্থার কথা জানিয়েছে স্থানীয়রা। কারণ ১০ সদস্যের পরিবারে ৮জন দৃষ্টিপ্রতিবন্ধী। যার ফলে, জামাল উদ্দিনের সংসারে খেয়ে না খেয়ে দিন যাচ্ছে সবার। সম্প্রতি করোনা দূর্যোগে লকডাউনে তাদের পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে।
জামাল জানায়, ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নকালে ছেলে আরমানের দৃষ্টি হারিয়ে গেলে ছেড়ে চলে যান তাদের মা।
এ সময় ওসি মর্জিনা তাদেরকে সহায়তার আশ্বস্ত করেন এবং করোনা পরিস্থিতি সম্পর্কে সবাইকে সচেতন করেন।