শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » সরকারের প্রতি আহ্বান হাওরের ধান তলিয়ে যাবার আগেই জরুরী ভিত্তিতে ধান কেটে দেবার সর্বাত্মক উদ্যোগ নিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সরকারের প্রতি আহ্বান হাওরের ধান তলিয়ে যাবার আগেই জরুরী ভিত্তিতে ধান কেটে দেবার সর্বাত্মক উদ্যোগ নিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের পক্ষ থেকে আজ প্রদত্ত এক বিবৃতিতে আগামী চার-পাঁচ দিনের মধ্যে হাওরের কৃষকদের ধান কেটে দিতে সর্বাত্মক প্রচেষ্টা নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে তা না হলে অতিবৃষ্টি ও বন্যায় হাওরের এক অংশের ধান তলিয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্যে জরুরী ভিত্তিতে সরকারি ব্যবস্থাপনায় পার্শ্ববর্তী জেলাসমূহকে কৃষি শ্রমিক নিয়ে আসা এবং সরকারের বিভিন্ন বাহিনীর সদস্য ও ছাত্র, তরুণসহ জনগণকে স্বেচ্ছাশ্রমে উদ্বুদ্ধ করে ধান কাটায় যুক্ত করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, দেশের বোরো ধানের ৪০ শতাংশ হাওর থেকে আসে। এই ফসল নষ্ট হয়ে গেলে কেবল কৃষকেরাই সর্বশান্ত হবে না, দেশও বড় খাদ্য খুঁকির মধ্যে পড়ে যাবে। সে কারণে হাওরের বাম্পার উৎপাদন কোনভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেয়া যাবে না। প্রয়োজনে ক্ষেতমজুরদেরকে বাড়তি প্রণোদনা দিয়ে রাতদিন কাজ করে বোরো ফসল কেটে দেবার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে এজন্যে সরকারি উদ্যোগে ক্ষেতমজুরদেরকে উপযুক্ত মজুরী দেবারও ব্যবস্থা করতে হবে। আগামী এক থেকে দুই সপ্তাহ হাওড় অঞ্চলের জেলাসমূহের প্রশাসনের এটাকে প্রধান কাজ হিসেবে গ্রহণ করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে।
বিবৃতিতে হাওর অঞ্চলসহ সারাদেশে কৃষক যাতে সরকার নির্ধারিত মনপ্রতি ধানের দাম ১০৪০/- টাকা করে পায় তা নিশ্চিত করতে হবে। সরকারি দলের ছত্রছায়ায় থাকা চেলা-চামুন্ডারা যাতে মধ্যস্বত্ত্বভোগী হয়ে কৃষককে দেয় সরকারর মূল্য সহায়তার টাকা কোনভাবে আত্মসাৎ করতে না পারে তাও নিশ্চিত করতে হবে।
রাজনৈতিক পরিষদের বিবৃতিতে শোকাবহ রানা প্লাজা ধসের ৭ম বাষিকীতে নিহত শ্রমিকদের জন্য গভীর শোক জ্ঞাপন করা হয় এবং নিহত ও আহত পরিবারসমূহের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয় এখনও পর্যন্ত এই ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়নি। দুর্গত শ্রমিক অনেক পরিবারের পুনর্বাসন হয়নি, গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলও নিরাপদ হয়নি।