শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গুনীজন » কমলগঞ্জের মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি আর নেই
কমলগঞ্জের মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি আর নেই
এম এ কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনয়িনের শ্রীনাথপুর (বাবুরবাজার) গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মৃণাল কান্তি দাশ চৌধুরী (৬৫) আর নেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার ২৪ এপ্রিল সকাল ১০টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। অবিবাহিত এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুকালে ৪ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টায় শ্রীনাথপুর গ্রামের স্মশানঘাটে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল মুনিম তরফদারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় পুলিশ গার্ড অব অনার প্রদর্শণ করার পর তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল কুমার দাশ, প্রয়াতের ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল ও ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন প্রমুখ।
কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়
কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি মামলায় নগদ ৮ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আশেকুল হকের নেতৃত্বে আজ শুক্রবার বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকার কলেজ রোডে বিভিন্ন অপরাধে ব্যবসা প্রতিষ্ঠান ও একজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকে এ জরিমানা আদায় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আশেকুল হক এ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি চলমান অভিযান। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি সার্বক্ষনিক মনিটরিং এ আছেন। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।