বুধবার ● ৩ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ার ৩টি রেল ষ্টেশন শুধু নামেই
ভাঙ্গুড়ার ৩টি রেল ষ্টেশন শুধু নামেই
চলনবিল প্রতিনিধি :: (৩ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.৩০মিঃ) পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ,শরত্ নগর,ভাঙ্গুড়া ও দিলপাশার রেলওয়ে ষ্টেশনের মধ্যে ৩ টি ষ্টেশন শুধু নামেই৷ উপজেলার বড়ালব্রিজ রেলওয়ে ষ্টেশন ছাড়া বাকি ৩ টি ষ্টেশনে লোকাল ট্রেন ছাড়া কোন আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই৷ এখানে নেই কোন ষ্টেশনের সুবিধাদি৷ ষ্টেশন থাকলেও তা থেকে কোন উপকার পাচ্ছে না এলাকাবাসি ৷ ফলে দুর-দুরান্ত থেকে মানুষ একমাত্র অবলম্বন বড়ালব্রিজ ষ্টেশন হয়ে যাতায়াত করছে ৷
এলাকাবাসি ও ষ্টেশন মাষ্টার সূত্রে জানা গেছে,বৃটিশ আমলে স্থাপিত এ ষ্টেশনগুলো এক সময় যাতায়াত ও মালামাল উঠা নামার দিক থেকে গুরুত্বপূর্ন অবদান রাখতো ৷ বর্তমানে ষ্টেশন ৩ টিতে ট্রেন না থামানোর ফলে জৌলুস হারিয়ে গেছে ৷
স্টেশনগুলোতে স্টেশন মাস্টারসহ বিভিন্ন প্রয়োজনীয় লোকবল থাকলেও নেই ট্রেনের যাত্রা বিরতি ৷ এর মধ্যে ভাঙ্গুড়া ও শরত্নগর ষ্টেশন দু’টি ট্রেন ক্রসিং হিসেবে ব্যবহৃত হচ্ছে ৷ দিলপাশার ষ্টেশন ছাড়া শরত্ নগর ও ভাঙ্গুড়া ষ্টেশনে কোন প্লাটফরম,টিকিট কাউন্টার,বিশ্রামাগার ও শৌচাগার নেই ৷ প্লাটফরম না থাকায় লোকাল ট্রেনের যাত্রীরা ঝুিক নিয়ে উঠানামা করে৷
এ ষ্টেশনগুলোতে সরেজমিন গিয়ে দেখা গেছে এর বেহাল অবস্থা৷ এখানকার ষ্টেশন মাষ্টারের কোয়াটারসহ বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে গেলেও রেলওয়ের যেন কোন মাথা ব্যাথা নেই ৷ এছাড়া রেলওয়ের দু’পাশের কোটি,কোটি টাকার সম্পত্তি দিন,দিন বেদখল হয়ে যাচ্ছে ৷