শনিবার ● ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » জেলা প্রশাসন ও এসডিআরএস এর ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
জেলা প্রশাসন ও এসডিআরএস এর ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
সাইফুল মিলন, গাইবান্ধা :: করোনা ভাইরাসের ক্রান্তিকালীন সময়ে “ঘরে থাকুন নিরাপদে থাকুন” এই শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা এসডিআরএস এর যৌথ উদ্যোগে ন্যায্যমুল্যে খাদ্যপণ্য বিক্রি করছে। আজ শনিবার সকাল থেকে গাইবান্ধা শহরের পৌর এলাকার ১৬ টি স্থানে মিনি ট্রাকে করে চাল, ডাল, লবন, তেল, চিনি সহ বিভিন্ন পন্য বিক্রি শুরু হয়েছে।
জেলায় চলমান লকডাউন পরিস্থিতিতে জনগণকে ঘরে রাখতে নিত্য প্রয়োজনীয় সব পণ্য গাইবান্ধাবাসির দোরগোড়ায় নিরাপদ দুরত্ব বজায় রেখে পৌছিয়ে দেবার প্রত্যয় নিয়ে জেলা প্রশাসন গাইবান্ধা ও এসডিআরএস এর যৌথ উদ্যোগে স্বল্পমূল্যে ভ্রাম্যমান পণ্য বিক্রয় কেন্দ্র এবং এসডিআরএস এর এ্যাপস ব্যবহারের মাধ্যমে ১০% মূল্য ছাড়ে হোম ডেলিভারির পণ্য সরবরাহের উদ্বোধন করা হয়।
পণ্য সরবরাহের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, এসডিআরএস এর নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা, উপ পরিচালক মহিরুল ইসলাম তুষারসহ এসডিআরএস এর অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
শহরের বাজারগুলোতে জনসমাগম এড়াতে এমন কার্যক্রম পুরো রমজান জুড়ে চলবে বলে জানান এসডিআরএস এর নির্বাহী প্রধান গোলাম মোস্তফা।
গাইবান্ধায় করোনা আক্রান্ত বেড়ে ১৬ জন
গাইবান্ধা :: গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় আজ শনিবার করোনা ভাইরাসে নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ জন। নতুন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর একজনের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি ও আরেকজনের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। এদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১০৬ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৫২, গোব্দিন্দগঞ্জে ৪০৪, সদরে ৩৪৯, ফুলছড়িতে ৪৩২, সাঘাটায় ৫৩১, পলাশবাড়িতে ২৫, সাদুল্যাপুর উপজেলায় ৩১৩ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৩৬ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।