রবিবার ● ২৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কৃষি » চলতি মৌসুমে কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
চলতি মৌসুমে কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
অর্ণব মল্লিক, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি :: চলতি বোরো মৌসুমে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশী ধান উৎপাদন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ফলে ব্যস্ততা বেড়েছে কৃষাণ-কৃষাণীর। জানা যায়, কাপ্তাই উপজেলা রাইখালী এবং চিৎমরম ইউনিয়নে সবচেয়ে বেশী ধানের ফলন হয়েছে।
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রিফিউজি পাড়া, বড়খোলা পাড়ায় সরজমিনে গিয়ে দেখা যায়, ধানের ব্যাপক সমারোহে ভরপুর সবুজ প্রান্তর। জমিতে জমিতে ধানের গন্ধে মৌ মৌ করছে চারপাশ। কৃষাণ -কৃষাণী ব্যস্ত ধান কাটায়। তবে এই বছর করোনা ভাইরাসের প্রার্দুভাবে অনেক কৃষক ধান কাটার শ্রমিক সংকটে ভুগছেন বলে জানান। তবে ইতিমধ্যে কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ হতে রাইখালী ইউনিয়নের ডংনালায় কৃষকের ধান কেটে নেতাকর্মীরা ঘরে তুলে দিয়েছেন।
কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এই বছর কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ২৮০ হেক্টর জমিতে বোরো ধানের ব্যাপক ফলন হয়েছে। যার মধ্যে উফসী জাতের ব্রিধান-২৮ ১৮২ হেক্টর, ব্রিধান-২৯ ৫০ হেক্টর, ব্রিধান-৫৮ ১০ হেক্টর, ব্রিধান-৭১ ১০ হেক্টর, হাইব্রিড জাতের হিরা ১০ হেক্টর,সেরা ৫ হেক্টর, নবি ৬ হেক্টর ও টিয়া ৭ হেক্টর সহ সর্বোমোট ২৮০ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। এই বছরের কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিল ১০৬০ মেট্রিকটন। তবে এই লক্ষ্যমাত্রা ছেড়ে যেতে পারে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।
ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ধান কাটার কাজ শুরু হয়ে গেছে। এইবার ধানের ব্যাপক ফলন হওয়ায় কৃষকেরা আশানুরূপ ফলন গোলায় তুলতে পারবে বলে মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক আশাবাদ ব্যক্ত করেছেন।
কাপ্তাই ইউপিতি আরো ৪শত পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
কাপ্তাই :: ৬ষ্ঠ ধাপে রাঙামটি জেলার কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের আরো ৪শত কর্মহীন হতদরিদ্র পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার।
৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানার, করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে কাপ্তাই ইউনিয়নে ৬ষ্ঠ ধাপে আরো ৪শত পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে। এবং তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহারগুলো সামাজিক দুরত্ব নিশ্চিত কল্পে দুরবর্তী ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে।