সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » কক্সবাজার » উখিয়ার ২ জনসহ জেলায় ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত
উখিয়ার ২ জনসহ জেলায় ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: কক্সবাজারের উখিয়া প্রথম দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আজ৷ আক্রান্ত দুইজনই রাজাপালং ইউনিয়নের বাসিন্দা। এরা হলো তুতুরবিল এলাকার আবুল কালামের ছেলে শাহ আলম (২৭) ও উখিয়া সদরের হাজিরপাড়া এলাকার বানু বিবি।
আজ ২৭ এপ্রিল রাত ৮টার দিকে উখিয়া দুইজন করোনা ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: রঞ্জন বড়ুয়া।
এ সময় তিনি আক্রান্তদের জেলা সদরের আইসোলেশন সেন্টারের পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন।
সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত শাহ আলম পেশায় একজন মাছ ব্যবসায়ী। সে কক্সবাজার, চকরিয়া থেকে মাছ এনে কোটবাজারে বিক্রি করে থাকে।
অপরদিকে বানু বিবির এক ছেলে কয়েকদিন পূর্বে ঢাকা থেকে বাড়ি আসে বলে জানিয়েছে স্থানীয়রা।
দুই জন করোনা ভাইরাসের আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই তাদেরকে আইসোলেশন সেন্টারে পাঠানো এবং স্বজনদের কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষা করার প্রক্রিয়া চলছে বলে জানান, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে আজ ১২২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে রামুর ১ জন, উখিয়ার ২ জন, চকরিয়ার ১ জন, মহেশখালীর ১ জন।
এই নিয়ে গত ২৬ দিনে কক্সবাজারে ২০ জনের দেহে করোনা ভাইরাস জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির।