সোমবার ● ২৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়িতে নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত
নাইক্ষ্যংছড়িতে নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে আরো এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত নারীর বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের কম্বোডিয়া গ্রামে। এ পর্যন্ত জেলায় মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়। তারমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বান্দরবানের প্রথম করোনা সনাক্তকৃত রোগী তাবলীগ জামাতের সদস্য আবু সিদ্দিক। আজ সোমবার ২৭ এপ্রিল সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা।
সূত্রে জানা যায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক সন্দেহজনক করোনা রোগী থেকে সংগ্রহকৃত নমুনা পরীক্ষার করার জন্য পার্শ্ববর্তী কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানোর পরে ওই নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এ ব্যাপারে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, কক্সবাজার হসপিটালে পরীক্ষার রিপোর্টে আরও এক নারীর শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। বান্দরবানে এ পর্যন্ত দুইজন মহিলা রোগী ও তিনজন পুরুষ রোগী পাওয়া যায়। এর মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছে। তবে নাইক্ষ্যংছড়িতে সনাক্তকৃত জেলার প্রথম করোনা রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।