মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » বেওয়ারিশ পশুপাখির প্রতি অন্যরকম মানবতা
বেওয়ারিশ পশুপাখির প্রতি অন্যরকম মানবতা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: মানুষ মানুষের জন্য এই কথা সবার জানা আছে নিশ্চয়ই। কিন্তু কিছু মানুষ আছে যারা মানুষকে ভালোবাসার পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তার সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল। সেই মানুষ বা পশুপাখি যাই হোক ভালোবাসা বা মানবতা সমানে সমান অধিকার দিয়ে থাকেন আমাদের সমাজের কিছু মানুষ। এবার অভূক্ত বেওয়ারিশ কুকুরকে রাতে খাওয়ার দিলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। গতকাল ২৭ এপ্রিল রাতে পৌর সদর মুন্সিরঘাটা, ফকিরহাট, জলিল নগর বাস ষ্টেশান এলাকায় এই খাওয়ার দিয়ে আত্ম তুষ্টি করেন তিনি। জানা যায়, বেওয়ারিশ কুকুর গুলো মূলত হোটেল রেষ্টুরেন্টের ফেলে দেয়া খাবার খেয়ে জীবিকা নির্বাহ করতো। করোনাভাইরাস প্রাদুর্ভাবে খাওয়ার হোটেল গুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে কুকুর বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি। পশুপাখি মহা খাদ্য সংকটে পড়লে মানবতার দিশারী জমির উদ্দিন পারভেজ তাদের পাশে দাঁড়িয়েছেন। অনাহারে ও অর্ধ অনাহারে থাকা কুকুর বিড়ালকে খাদ্য সহায়তা দিয়ে আবারো প্রমাণ হলো মানবতাই পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। এ প্রসঙ্গে মানবতার ফেরিওয়ালা জমির উদ্দিন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে বেওয়ারিশ পশুপাখি গুলো মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য এলাকা ভিক্তিক খাদ্য দেয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রাউজানে পিয়াজ ও আদার বাজার মনিটরিং ও জরিমানা আদায়
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ভ্রাম্যমান আদালত এর অভিযান পরিচালনা করে ২টি দোকান ও ১জন অটোরিকশা চালক’কে জরিমানা আদায় করা হয়েছে। আজ ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয় উপজেলার ফকির হাট বাজার ও মুন্সিরঘাটা এলাকায়। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। একই সাথে নির্বাহী কর্মকর্তা পিয়াজ ও আদার বাজার মনিটরিং করেন। জানা যায়, মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে একটি হোমিও প্যাথিক ডাক্তারকে ৩ হাজার টাকা, করোনাভাইরাস মোকাবেলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় একটি দোকানকে ৩ হাজার টাকা ও শারীরিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে যাত্রী পরিবহনের অপরাধে একজন অটোরিকশা চালককে ৫শত টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।