মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » করোনাভাইরাস প্রতিরোধে মাটিরাঙ্গা থানা পুলিশের প্রচারণা
করোনাভাইরাস প্রতিরোধে মাটিরাঙ্গা থানা পুলিশের প্রচারণা
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: ঘরে থাকুন, নিরাপদে থাকুন, অযথা বাজারে বা রাস্তায় ঘোরাঘুরি করবেন না, পাড়া-মহল্লায় আড্ডা দিবেন না। সামাজিক দুরত্ব বজায় রাখুন, একস্থান থেকে অন্যস্থানে যাতায়াত করা থেকে বিরত থাকুন, সরকার নির্ধারিত সময়ের মধ্যেই ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ শেষে দ্রুত বাড়ীতে ফিরে যান, আপনাদের নিরাপত্তার স্বার্থেই আমরা রাস্তায় আছি- হ্যান্ড মাইক হাতে রাস্তায় দাঁড়িয়ে ঠিক এভাবেই প্রচারনা চালাতে দেখা গেছে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্য ইন্সপেক্টর সামছুদ্দীন ভূঁইয়াকে ।
আজ মঙ্গলবার ২৮ এপ্রিল সকালে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু করে বাজার এলাকায় পরিচালিত এই প্রচারাভিযানে অংশ গ্রহন করেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্য (তদন্ত) ইন্সপেক্টর মোঃ শাহনুর আলম, মাটিরাঙ্গা উপজেলা বিআরডিবি অফিসার হুমায়ুন কবীর পাটোয়ারি ও এস আই হাসান, এস আই সাইফুল ইসলাম, এস আই মোজাম্মেল হোসেন, এস অই ইকবাল হোসেন, এ এস আই মোঃ সুমন সর্দার, এ এস আই শাহদাত পাটোয়ারি সহ মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকশ টীম।
এ সময় পুলিশ সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে যারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেড়িয়েছে তাদের মোটরসাইকেল গুলোকে আটক করে থানা হেফাজতে নিয়ে যেতে দেখা গেছে। প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল থানা হেফাজতে নেয়া হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
এভাবে মোটরসাইকেল থানা হেফাজতে নেয়ার বিষয়ে ইন্সপেক্টর সামছুদ্দীন জানান, করোনাভাইরাস প্রতিরোধে অবাধে যানবাহন চালানোর উপর নিষেধজ্ঞা জারি করা সত্বেও যারা রাস্তায় যানবাহন নিয়ে বের হয়েছেন আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, বাহনের কাগজপত্র চেক করছি, যারা সদোত্তর দিতে পারছেন না তাদের বাহন শুধু আমরা থানা হেফাজতে নিচ্ছি। এ সব যানবাহন বা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেযা হবে উল্লেখ করে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে বলে তিনি জানান ।