বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৮৪ জন
কাউখালীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৮৪ জন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: করোনা ভাইরাস কোভিড-১৯টির কারনে সারাদেশ যখন লকডাউনে তখন রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্টানে প্রাতিষ্টানিক ভাবে ১৪দিনের কোয়ারেন্টিনে রয়েছেন ৮৪জন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, করোনা ভাইরাস কোভিড-১৯টির কারনে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কাজে কর্মরত থাকায় তারা নিজ উপজেলা কাউখালীতে আসার কারনে তাদের কে উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্টানে সরকার ঘোষিত ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। তার মধ্যে পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪জন, ঘাগড়া উচ্চ বিদ্যারয়ে ২৩জন, তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ে ৩২ জন,ঘাগড়া আরটিএম কোয়ার্টারে ৫জন,ফটিকছড়ি ইউনিয়ন পরিষদে ৪ জন,হাতিমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৩ জন,উপজেলা সদর গেষ্ট হাউজে (কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের) ২ জন চিকিৎসক,বেতবুনিয়া পিএসটিএসে পুলিশ সদস্য ১ জন ১৪ দিনের প্রাতিষ্টানিক কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান।
কাউখালীতে সিএনজি চালকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
কাউখালী :: কাউখালী উপজেলা পরিষদ ও কাউখালী সিএনজি চালক সমিতির যৌথ ব্যাবস্থাপনায় করোনা ভাইরাস কোভিড-১৯’রকারনে সিএনজি চালকদের মাঝে গতকাল মঙলবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শতরুপা তালুকদার উপস্থিত থেকে সিএনজি চালকদের হাতে ত্রাণের সামগ্রীর প্যাকেট তুলে দেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঘাগড়া ১নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম শরীফ,কাউখালী সিএনজি চালক সমিতির সভাপতি মোঃ শাহালম, সাধারন সম্পাদক মোঃ দিদারুল ইসলাম সহ সমিতির সকল সদস্য বৃন্দ। এ সময় সিএনজি চালক সমিতির একশত তের জন সদস্যর মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো জন প্রতি ২০ কেজি চাল, ১ কেজি চিনি,২কেজি আলু, ১কেজি চনাবুট,১কেজি লবণ ও ১টি সাবান।