বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » হামে আক্রান্ত রোগী প্রায়ই সনাক্ত হচ্ছে মাটিরাঙ্গায়
হামে আক্রান্ত রোগী প্রায়ই সনাক্ত হচ্ছে মাটিরাঙ্গায়
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: একমাস পার হতে না হতে আবারো হামে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে মাটিরাঙ্গায়। মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় লিমন ত্রিপুরা (৬) নামে এক শিশু হামে আক্রান্ত হয়ে মাটিরাঙ্গা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সে তৈকাতাং হেডম্যান পাড়ার বাসিন্দা বিরাত ত্রিপুরার ছেলে।
গতকাল ২৮ এপ্রিল বিকালে শিশুটির জ্বর আসে এবং গায়ে ঘামাচির মতো সাদৃশ্য দেখা দিলে আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে শিশুটির শারিরীক লক্ষণ সম্পর্কে অবগত হয়ে স্থানীয় মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে সার্বিক সহায়তা ও পরামর্শ দেন শিশুটির অভিভাবককে।
সকাল সোয়া ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ ওমর ফারুক জানান, শিশুটিকে শারিরীক অবস্থা দেখে চিকিৎসা সেবা নিশ্চিতের জন্যে হাতপাতালে ভর্তি করে বেডে পাঠান হয়েছে। শিশুটি সম্পর্কে তিনি আরো বলেন, ছেলেটি স্বাস্থ্য বিভাগ প্রদত্ত হামের টিকা না নেয়ায় এ রোগে আক্রান্ত হয়েছে। এ ইউনিয়নে এখন পর্যন্ত যাদের এ রোগ সনাক্ত হয়েছে তারা সবাই পুষ্টির অভাবে ভুগছিল। তিনি আরো জানান, এ পর্যন্ত মাটিরাঙ্গা সদর ইউনিয়নে হামে আক্রান্ত শিশু ৩৮ জন। এছাড়াও হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছে ১১ জন। তরমধ্যে ৯জন বাড়ী ফিরেছে এবং বর্তমানে ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ছাড়া হাম সনাক্তের পরপরই ঐ এলাকায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্যান্য শিশুদের মধ্যে আক্রান্ত ঠেকাতে হামের টিকা প্রদান করেছে।
অদিকে , মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেছেন, হামে আক্রান্তদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে । তিনি জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিবর্গের মাধ্যমে এখানকার জনসাধারণকে সচেতন করতে হবে মন্তব্য করে কু-সংস্কার বা তথাকথিত প্রথা ভেঙ্গে তাদের আলোর পথ দেখাতে হবে এবং সময় মতো টিকা দানে উদ্বুদ্ধ করতে হবে ।
এ ছাড়াও ইউনিয়ন পরিষদ চেযারম্যান হিরন জয় ত্রিপুরা বলেছেন, উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারের পক্ষ থেকে এ সব হামে আক্রান্ত শিশুদের পরিবারকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়েছে। আমরা পরিস্থিতি মোকাবেলায় সব সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি।