বুধবার ● ২৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে কর্মহীনদের পাশে সংসদ সদস্য দীপংকর তালুকদার
কাপ্তাইয়ে কর্মহীনদের পাশে সংসদ সদস্য দীপংকর তালুকদার
অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: বিশ্ব মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে রাঙ্গামাটি জেলা হতে নির্বাচিত সাংসদ দীপংকর তালুকদার আজ ২৯ এপ্রিল বুধবার সকালে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন, ওয়াগ্গা ইউনিয়ন এবং কাপ্তাই ইউনিয়নের ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরুপ চাল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং ব্যক্তি উদ্যোগের ত্রান হতদরিদ্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।
তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ৭ম ধাপে ৩শত পরিবার, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে ২৫ জন এতিম সহ ১শত জন, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪শত জন এবং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন এবং তাঁর পরিবারের পক্ষ হতে শিলছড়ি এবং কাপ্তাই লগগেইটে ২শত জন হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
এই সময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ’লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, রাঙামাটি জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. হানিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ১ নং চন্দ্রঘোনা ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক কামরুল হোসেন সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।