বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব আহমদের নেতৃত্বে উপজেলার বিশ্বনাথ বাজার, আমতৈল বাজার ও বৈরাগী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার মনিটরিং করা হয়। বুধবার দিনভর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধ ও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনাকালে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি, দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা,অধিক মূল্যে পণ্য বিক্রি করা ইত্যাদি কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় বাজারগুলোর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা’র নেতৃত্বে একদল পুলিশ ছিল।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামান বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
বিশ্বনাথে মৎস্যজীবিদের মাঝে বিআরটিইউকের ত্রাণ বিতরণ
বিশ্বনাথ :: করোনা ভাইরাস দূর্যোগে ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্যজীবিদের মাঝে পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে ব্রিটিশ চ্যারিটি সংস্থা বাংলাদেশ রিজেনারেশন ট্রাষ্ট ইউকে (বিআরটিইউকে)। ট্রাস্টের অর্থায়নে ও বেসরকারী প্রতিষ্ঠান গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থা (গাস) এর সহায়তায় বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নে সত্তিশ গ্রামের ১০০টি মৎস্যজীবি পরিবার ও স্থানীয় ভিক্ষুকদের এক মাসের খাদ্য সহায়তা দেয়া হয়।
সংস্থার মুখপাত্র জানান, বিআরটিইউকে ব্রিটেনে বসবাসরত একদল বাংলাদেশী বংশোদ্ভুত যুবক দ্বারা পরিচালিত একটি সংস্থা। ইতিমধ্যে গত ২৩শে এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১৬৫টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করেছে এটি। প্রতিষ্ঠানগুলো এপ্রিল মাস জুড়ে ঢাকা, সিলেট, রাজশাহী, ও রাজবাড়ী জেলার করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০টি পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে পটুয়াখালী, রাজশাহী ও সুনামগঞ্জ জেলায় আরো প্রায় ৫০০টি পরিবারের মাঝে একই ধরণের সহায়তা দেয়া হবে। বিআরটিইউকে বাংলাদেশে গত দশ বছর ধরে মানবতার সেবায় স্বাস্থ্য, শিক্ষা, জীবিকায়ন ও রোহিঙ্গাদের জন্য কাজ করে যাচ্ছে।
করোনায় দুবাইয়ে বিশ্বনাথের যুবকের মৃত্যু
বিশ্বনাথ :: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক যুবক। তার নাম রফিক আলী (২৫)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। করোনায় আক্রান্ত হয়ে টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই বাবুল মিয়া কান্নাজড়িত কন্ঠে জানান, ৯ মাস পূর্বে ভ্রমণ ভিসায় দুবাই যান রফিক আলী। তিনি একটি ফার্মে কাজ করতেন। কিছুদিন আগে করোনার উপসর্গ দেখা দিলে তাকে কর্মস্থল থেকে বের করে দেয়া হয়। পরিবারের কথা চিন্তা করে অন্যত্র কাজ নেন তিনি। এক পর্যায়ে শারীরিক অবস্থা অবনতি হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বিকালে তার মৃত্যু হয়।