বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » ১ মে হতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
১ মে হতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার আওয়াতাধীন কাপ্তাই হ্রদের সমগ্র এলাকায় ১ মে হতে আগামী ৩ মাস পর্যন্ত মাছের সুষ্ঠ প্রজনন, বংশ বৃদ্ধি ও কাপ্তাই হ্রদের ভারসাম্য রক্ষার স্বার্থে মজুদ, বাজারজাত করণ ও পরিবহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, গত বছরের চেয়ে এবছর মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্রে কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ এবং রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে যা এ যাবৎ কালে সর্বাধিক আয়। কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধকালীন সময়ে অবৈধভাবে মাছ ধরা ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার পাশাপাশি সবাই সচেতন হলে মাছের প্রজনন বৃদ্ধিসহ উৎপাদন এবং রাজস্ব আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে মনে করেন। তিনি মহালছড়ির সকল জেলেদের প্রতি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর বেঁধে দেওয়ার সময়ের মধ্যে মৎস্য আহরণ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার আহবান জানান।