বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » নায়াণগঞ্জ থেকে ১৩ যাত্রী নিয়ে বিশ্বনাথে ভ্যান : সর্বত্র আতঙ্ক
নায়াণগঞ্জ থেকে ১৩ যাত্রী নিয়ে বিশ্বনাথে ভ্যান : সর্বত্র আতঙ্ক
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভোররাতে মানুষ ভর্তি ঔষদের ভ্যান প্রবেশ করাকে কেন্দ্র করে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। গতকাল বুধবার সেহরির সময় ঢাকার নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে উপজেলার রামপাশা ইউনিয়নে প্রবেশ করে মেসার্স রূপা এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ড, ১৪-৬০২৪) একটি ভ্যান।
স্থানীয় সূত্র জানায়, সেহরির সময় ওই এলাকায় একটি ভ্যান প্রবেশ করলে স্থানীয় জনতা তার গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় চালক। উপস্থিত জনতার সন্দেহ হলে দ্রুত অকেজো করে রাখা হয় একটি চাকা। পরে খোলা হয় ভ্যানের দরজা। ভেতরে পাওয়া যায় ৯ জন নারী-পুরুষ ও ৪ শিশু।
যাত্রীরা জানান, তারা সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা। তারা নারায়নগঞ্জের আড়াইহাজারের একটি ইটভাটায় কাজ করতেন। কাজ না থাকায় ওই ভ্যানে করেই বাড়ি ফিরেন তারা। পরে পুলিশে খবর দিলে নারায়ণগঞ্জ ফেরতদের নিজ নিজ বাড়িতে পৌছে দেয় হয়। হোম কোয়ারাইন্টাই নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে দেয়া হয় খাদ্য সামগ্রী। ঔষদের ভ্যানটি জিম্মায় নেয় থানা পুলিশ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, স্থানীয় জনতা আঁচ করতে না পারলে বিষয়টি অগোচরেই থেকে যেতো। ইটভাটা শ্রমিকদের নিয়ে নারায়ণগঞ্জ থেকে আসা ওই ভ্যানটি আমরা আটক করেছি। শ্রকিদের ত্রাণসহ হোম কোয়ারাইন্টাইন নিশ্চিত করা হয়েছে।
বিশ্বনাথে সরকারি ভূমিতে থাকা গাছ কেটে নিলেন প্রবাসী, অভিযোগ দায়ের
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারি ভূমির (গোপাট) উপর দিয়ে নির্মিত সড়কের রাস্তার বড় বড় দুটি
বেলজিয়াম গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অবৈধভাবে সরকারির ভূমি থেকে কাজ কেটের নেওয়ার ফলে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সরকারি ভূমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ এনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত রজব আলীর পুত্র সুজন আহমদ। ওই অভিযোগে সরকারি ভূমি থেকে গাছ কেটে নেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবদুল মনাফ (৫০) এবং প্রবাসীর ভাতিজা ফরিদ আলী (৩২) ও ছোট ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৩০)’কে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আলাপুর গ্রামের পশ্চিমে কালিগঞ্জ বাজার-দাউদপুর এলজিইডি সড়ক থেকে সংযোগ মৃত ছোরাব আলী ও ছত্তার আলীর বাড়ি পর্যন্ত একটি মাটির রাস্তা রয়েছে। ওই সড়কের অর্ধেক অংশ সরকারি গোপাটের উপর রয়েছে। সেই গোপাট সরকারি অংশের সড়ক থেকে বড় বড় দুটি বেলজিয়াম গাছ কেটে নেয় অভিযুক্তরা। এছাড়াও একই সড়কের গোপাট অংশের পূর্ব দিক থেকেও আরেকটি বেলজিয়াম গাছ তারা কেটে নিয়েছে অভিযুক্তরা। কেটে নেওয়া গাছগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫০/৬০ হাজার টাকা। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে গাছংগুলো উদ্ধার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।