বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » বগুড়া » কর্মহীনদের মাঝে কাগইল ইউপিতে ত্রান বিতরণ
কর্মহীনদের মাঝে কাগইল ইউপিতে ত্রান বিতরণ
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী কাগইল ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফ আলী, ১নং প্যানেল চেয়ারম্যান সাজেদুর রহমান শামীম ও আবু সাঈদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাহাদৎ হোসেন, ইউপি সদস্য বেলাল হোসেন, মিকরাইল হোসেন, সাইফুল ইসলাম, ইউপি সচিব কেএম সোহাগ প্রমূখ। উল্লেখ্য (কাগইল ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।
দক্ষিনপাড়া ইউনিয়নে ত্রান বিতরণ
বগুড়া :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রাম সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আল মামুন, প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য সেকেন্দার আলী, রায়হান কবির সাধন, আজহার আলী প্রাং, মহিদুল ইসলাম, ফারুক হোসেন, ইউপি সচিব তৌহিদুল ইসলাম’সহ এলাকা গন্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ প্রমূখ। উল্লেখ্য (দক্ষিনপাড়া ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।
সোনারায় ইউনিয়নে ত্রান বিতরণ
বগুড়া :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী সোনারায় ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক মফিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, ১নং প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সাহাদৎ হোসেন গামা, আলেক উদ্দিন কালু, মরিয়ম আকতার রুমা, রুবি বেগম, ইউনিয়ন যুব লীগের সভাপতি জিল্লুর রহমান সাখিল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু হায়াত সুইট, উদ্যোক্তা মমিনুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য (সোনারায় ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।
রামেশ্বরপুর ইউনিয়নে ত্রান বিতরণ
বগুড়া :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি সদস্য ইমদাদুল হক মন্ডল, মানিক মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোবারক আলী, আতাউর রহমান, আরিফুল ইসলাম আরিফ, ইউপি সচিব বলবন রহমান প্রমূখ। উল্লেখ্য (রামেশ্বরপুর ইউনিয়নে ৫ম ধাপে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।
নাড়ুয়ামালা ইউনিয়নে ত্রান বিতরণ
বগুড়া :: করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় আজ বৃহস্পতিবার বগুড়ার গাবতলী নাড়–য়ামালা ইউনিয়ন পরিষদ চত্তরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ২কেজী আলু) বিতরণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গোফফার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারাজুল ইসলাম, ইউপি সদস্য মতিউর রহমান মতি, শিলা বেগম, ইউপি সচিব আনারুল হক, উদ্যোক্তা রায়হান বাদশা প্রমূখ। উল্লেখ্য (নাড়–য়ামালা ইউনিয়নে কর্মহীন মানুষের জন্য ২মেট্রিক টন চাল এবং জনপ্রতি ২কেজী করে আলু বরাদ্দ দেওয়া হয়েছে)। যা জনপ্রতি ১০কেজী করে চাল ও ২কেজী করে আলু পাবে মোট ২শত জন কর্মহীন মানুষ।