শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » কর্মহীনদের খাদ্যসহায়তা দিলো মাটিরাঙ্গা পৌরসভা
কর্মহীনদের খাদ্যসহায়তা দিলো মাটিরাঙ্গা পৌরসভা
নুরনবী অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি :: দলমত নির্বিশেষে অসহায়, দিনমজুর, বিভিন্ন ছোট ব্যবসায়ী সহ করোনাভাইরাসের প্রভাবে রোজগার বন্ধ হওয়া কর্মহীন মানুষদের মাঝে তৃতীয় দফায় খাদ্যসহায়তা প্রদান করেছে মাটিরাঙ্গা পৌরসভা।
প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের তৈরিকৃত তালিকা অনুযায়ী খাগড়াছড়ি জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত খাদ্যসহায়তা দিয়েছে মাটিরাঙ্গা পৌরসভা। আর এ সব খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম সরাসরি তদারকি করেন মাটিরাঙ্গা পৌরসভা মেয়র মোঃ শামছুল হক। তিনি নিজেই দাঁড়িয়ে থেকে বিভিন্ন ওয়ার্ডের খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি সাধারণ জনগনকে সামাজিক দুরত্ব নিশ্চিতে জন্য বার বার লাইনে দাড়ানো মানুষকে সচেতন করতে দেখা গেছে।
পরে অবশ্য স্বেচ্ছাসেবী সংগঠন মাটিরাঙ্গা উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান কমল কৃষ্ণ দে তার আরসিওয়াইদের নিয়ে পৌরসভার খাদ্যসহায়তা গ্রহনকারীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে মাইকিং করে লাইনে সামাজিক দুরত্ব নিশ্চিতে সহযোগিতা আসেন।
আমরা তৃতীয় দফায় ২০০০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেছি উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামছুল হক বলেন, এ বারের বিতরণ কার্যক্রম ২৯ এপ্রিল বুধবার থেকে ১, ২ ও ৩নং ওয়ার্ডে শুরু হয়ে ৩০ এপ্রিল ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এবং ০১ মে তারিখে ৭.৮ ও ৯ নং ওয়ার্ডে খাদ্যসহায়তা বিতরণ চলবে।
এর আগে জেলা প্রশাসনের মাধ্যমে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত খাদ্যশস্য ১০ কেজি হারে দুই দফায় ২ হাজার করে ৪০০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫ টন ও মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় ৫ টন বিতরণ করা হয়েছে। এ ছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ থেকে প্রাপ্ত ২২০ পরিবার করে দুই দফায় ৪৪০ পরিবারের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে একই দিন পৌর ভবনের সামনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বরাদ্ধকৃত প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা ব্যয়ে ৭২৪ প্যাকেট শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।তিনি বলেন, শিশুখাদ্যের তালিকা প্রনয়নে যাতে প্রকৃত অসহায় শিশুরা অন্তরভুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে জনপ্রতিনিধি সহ সংস্লিস্ট কর্তৃপক্ষকে।
জানা গেছে , বিতরনকৃত শিশুখাদ্য প্যাকেটের মধ্যে বিস্কুট ১০ টাকা, প্যাকেটজাত গুড়োদুধ ২০ টাকা, বুটের ডাল ২৫ টাকা, বলসাবান ১০ টাকা, আলু ২৫ টাকা, আটা ৩০ টাকাসহ সবমিলিয়ে ১৩০ টাকা মুল্যমানের পুষ্টিকর শিশুখাদ্যের প্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ খায়রুল আলম জানান, আমরা সর্বমোট ৭২৪ প্যাকেট বিতরণ করেছি। তারমধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ৮০টি শিশুকে বিতরণ করা হয়েছে। বাদবাকী ৬৪৪টি প্যাকেট ভাগ করে স্বাস্থ্য অধিদপ্তর নিজ খরচে বিভিন্ন ইউনিয়ন পরিষদে পৌঁছে দেয়া হবে। এ সময় বিভিন্ন কাউন্সিলরগণ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।