শুক্রবার ● ১ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » কৃষঁকের ধান কেটে দিয়ে প্রশংসায় ভাসছে ছাত্রলীগ
কৃষঁকের ধান কেটে দিয়ে প্রশংসায় ভাসছে ছাত্রলীগ
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: সিলেটের বিয়ানী বাজারে এবার শ্রমিক সংকট দুর্ভোগ ও প্রাকৃতিক দুর্যোগের আগে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় থাকা এক দরিদ্র কৃষকের পাশে এসে সহায়তার হাত বাড়িয়ে তাহাঁর জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
আজ শুক্রবার ১ মে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের ৮জন নেতাকর্মী তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা এলাকায় এক দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। এতে ওই কৃষকসহ এলাকায় প্রশংসা কুড়িয়েছে উপজেলা ছাত্রলীগ।
কৃষকের ধান কাটায় অংশ নিয়েছেন উপজেলা ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ, কামিল হোসেন, গোবিন্দ দাস অমিত, তৌফিক রাব্বি, আব্দুল্লা আল নোমান, সাইফুর রহমান রনি ও কাশিম উদ্দিন।
কৃষক জানান, এবার ধানের ভালো ফলন হয়েছে। কিন্তু শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগের আগে দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। হঠাৎ উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করে আমার ধান কেটে দেয়। এই বিপদের সময় তারা ধান কেটে আমার যে উপকার করেছেন, এজন্য আমি তাদের প্রতি চির-কৃতজ্ঞ।
সিলেটে অজ্ঞাত লাশ উদ্ধার
সিলেট :: সিলেট নগরীতে ৫০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১ মে বিকেল ২-৪৪ মিনিটের সময় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সিলেট কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া জানান, অজ্ঞাত এই ব্যক্তির লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশঁটি চৌহাট্টা পুলিশ বক্সের পেছন থেকে উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে লাশেঁর পরিচয় সনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত লাশেঁর শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে মারা যাওয়া ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন।
বৃটেনে ফিরে যেতে ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়লেন ১৪৪ ব্রিটিশ নাগরিক
সিলেট :: করোনাভাইরাসের কারনে বিশ্ব যখন থমকে গেছে। তখনো থেমে থাকেনি মানুষের জীবনযাত্রা বা প্রয়োজনীতা। মানুষ ছুটছে তার প্রয়োজনে। প্রয়োজন ভয়াবহতাকেও হারিয়ে দেয়। আর প্রয়োজনের তাগিতে ছুটি কাটিয়ে ব্রিটিশ নাগরিকরা ফিরে যাচ্ছেন আপন কর্মক্ষেত্রে। আজ শুক্রবার ১ মে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে বৃটেনের উদ্দেশ্যে যাত্রা করবেন ১৪৪ জন ব্রিটিশ নাগরিক।
আজ (শুক্রবার) বেলা ১১টা ১০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ব্যবস্থাপনায় ব্রিটিশ নাগরিকদের নিয়ে উড়োজাহাজটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪৪ ব্রিটিশ নাগরিকদের নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। সেখান থেকে ব্রিটিশ এয়ারে ওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করবেন।
বিমানবন্দর সূত্র জানায়, ব্রিটিশ নাগরিকদের বৃটেনে যাওয়ার ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগেও কয়েকটি ফ্লাইটে ব্রিটিশ নাগরিকদের বৃটেনে পাঠানো হয়েছে। আরো একটি ফ্লাইট পরিচালনা করা হবে।