শনিবার ● ২ মে ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় করোনায় সনাক্ত চিকিৎসক
গাইবান্ধায় করোনায় সনাক্ত চিকিৎসক
গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা জেলা সদর হাসপাতালের চিকিৎসক বিশ্বেস্বর চন্দ্র সরকার করোনায় সনাক্ত হয়েছে। আজ শনিবার আইইডিসিআর হতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফলে তার শরীরে করোনা ভাইরাসের পজেটিভ পাওয়া গেছে বলে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আশরাফুজ্জামান সরকার নিশ্চিত করে জানান।
বিশ্বেস্বর চন্দ্র সরকার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নর পশ্চিম শিবরাম গ্রামের বিরেন চন্দ্র সরকারের ছেলে।
জানা গেছে, গত ২৫ এপ্রিল ডাক্তার বিশ্বেস্বর চন্দ্র সরকার নিজে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে গেছে।
চলতি বছরের ফেব্রুয়ারী মাসে চিকিৎসক বিশ্বেশ্বর চন্দ্র সরকার গাইবান্ধা সদর হাসপাতালে যোগদান করে। এর আগে তিনি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিল। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছে।
গাইবান্ধায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু
গাইবান্ধা :: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার দুপুরে বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আব্দুল কাইয়ুম উপজেলার কোচাশহরে ইউনিয়নের কোচাশহর গ্রামের অজিম উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানায়, কোচাশহর ইউনিয়নের পাশ্ববর্তী মুকুন্দপুর গ্রামের একটি বিলে কয়েকজন কৃষক বোরো ধান কাটছিল। ধান কাটার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এসময় হঠাৎ বজ্রপাত ঘটলে আব্দুল কাইয়ুম ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুজন কৃষক আহত হয়।