শুক্রবার ● ৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » টেকনাফে বিজিবি কর্তৃক ১লক্ষ ২০হাজার পিচ ইয়াবা উদ্ধার
টেকনাফে বিজিবি কর্তৃক ১লক্ষ ২০হাজার পিচ ইয়াবা উদ্ধার
টেকনাফ প্রতিনিধি :: (৫ ফেব্রুয়ারী ২০১৬ :বাংলাদেশ : সকাল ১১.২০মিঃ) টেকনাফে ২বিজিবির জওয়ানেরা পৌর এলাকাস্থ জালিয়াপাড়া সীমান্তের ২নং স্লুইচগেইটে অভিযান চালিয়ে ১লক্ষ ২০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অন্তত ৩কোটি ৬০লক্ষ টাকা বলে জানাগেছে। বিজিবি সুত্র জানায়, ৫ফেব্রুয়ারী জুমাবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডারের নেতৃত্বে জওয়ানেরা উপরোক্ত ইয়াবার চালানটি উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি। ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।তিনি আরো বলেন, এখানে হয়তো আমি থাকব, আর না হয় ইয়াবা ব্যবসায়ীরা থাকবে, ইয়াবা দেশের যুব সমাজকে ধংস করছে, ইয়াবা ব্যবসায়ীরা দেশের শত্রু এবং জাতির শত্রু এদের যখন যেখানে পাবেন প্রতিহত করার আহবান জানিয়েছেন২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবু জার আল জাহিদ।